জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে ওয়াদিফা এখন মহিলা আন্তর্জাতিক মাস্টার, খেলবেন বিশ্বকাপেও
Published: 18th, March 2025 GMT
শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা আহমেদ। চ্যাম্পিয়ন হয়ে আরও দুটি সুখবর পেলেন বাংলাদেশের এই দাবাড়ু। ফিদে মাস্টার থেকে হয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার। পাশাপাশি ৫ জুলাই জর্জিয়ার হতে যাওয়া দাবার মহিলা বিশ্বকাপে খেলার টিকিটও হাতে পেলেন ওয়াদিফা।
জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ওয়াদিফা। কখনো এককভাবে আবার কখনো লঙ্কান দাবাড়ু ওশিনির সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলেন। শেষ রাউন্ডে ড্র করলেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ ছিল তাঁর। আজ বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদের সঙ্গে ড্র করে সেই সুযোগটা লুফে নেন ওয়াদিফা।
বাংলাদেশ দাবাড়ু ওয়াদিফা আহমেদ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গায়ক যখন নির্মাতা
‘শহরের দুইটা গান’, ‘হয়তো আমরা’, ‘মানুষ কেন এ রকম’, ‘কেমনে কী’ ইত্যাদি গান গেয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর।
সানির বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র আলোচিত হয়েছে। এবার চলচ্চিত্রে অভিষেক ঘটছে তাঁর। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সং ফ্রম দ্য সাউথ’ নির্মাণ করেছেন সানি।
সিনেমাটি নিয়ে সানি প্রথম আলোকে জানান, এটি মূলত বাবা ও মেয়ের গল্প। এ বছরের শুরুতে চলচ্চিত্রটির নির্মাণ শেষ করেছেন। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানোর পরিকল্পনা করেছেন তিনি।
আরও পড়ুনসানির গানের শহর, শহরের গান০৪ সেপ্টেম্বর ২০২৩এ বছরের শুরুতে চলচ্চিত্রটির নির্মাণ শেষ করেছেন সানি