নার্সিংয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি ও পরীক্ষার তারিখ পরিবর্তন
Published: 18th, March 2025 GMT
সরকারি, স্বায়ত্বশাসিত (সামরিক-বেসামরিক) ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিতে আবেদনের সময় আবার বৃদ্ধি করা হয়েছে। এবার আবেদনের সময় বৃদ্ধির সঙ্গে পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। সরকারি, স্বায়ত্তশাসিত (সামরিক-বেসামরিক) ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।
১৭ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন করা যাবে ৬ এপ্রিল ২০২৫ রাত ১১.
*প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে
*আবেদনকারীকে ২০২২, ২০২৩ অথবা ২০২৪ সালের এইচএসসি/সমমান এবং ২০২০, ২০২১ অথবা ২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই ৩ বছরের অধিক হতে পারবে না।
*ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের ১০ শতাংশ পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ ২০ শতাংশ পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু নারী প্রার্থী আবেদনের যোগ্য হবে।
(ক) চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং কোর্স): প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ–৩.০০–এর কম হবে না। প্রার্থীকে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ–২.৫০ থাকতে হবে
(খ) তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি: প্রার্থীকে যেকোনো বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.০০ থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ–২.৫০–এর কম হবে না।
পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর—বিএসসি ও ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক পৃথক প্রশ্নপত্রে ১ ঘণ্টার ১০০ (একশত) নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। (ক) বিএসসি ইন নার্সিং: বাংলা-২০, ইংরেজি-২০, গণিত-১০, বিজ্ঞান-৪০ (জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন) এবং সাধারণ জ্ঞান-১০। (খ) ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি: বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ গণিত-১০, সাধারণ বিজ্ঞান-৩০ এবং সাধারণ জ্ঞান-২০।
প্রার্থী নির্বাচন যেভাবেএসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৫ গুণিতক = ২৫ নম্বর (সর্বোচ্চ)। এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৫ গুণিতক = ২৫ নম্বর (সর্বোচ্চ)। এমসিকিউ পরীক্ষা: ১০০ নম্বর, সর্বমোট = (২৫+২৫+১০০) = ১৫০ নম্বর। এ পরীক্ষায় ৪০ (চল্লিশ) বা তদূর্ধ্ব নম্বরপ্রাপ্ত প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন বলে বিবেচিত হবেন। জাতীয় মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। সরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রার্থীর নির্বাচনী পরীক্ষার মেধাক্রম ও প্রার্থী কর্তৃক প্রদত্ত পছন্দের ক্রমানুসারে প্রার্থী কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবে তা নির্ধারিত হবে। বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি ভর্তির অনুমোদন প্রদান করবে।
আরও পড়ুনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই আবেদন ১৭ মার্চ ২০২৫ভর্তি পরীক্ষার ফিবিএসসি ইন নার্সিং কোর্সের জন্য ৭০০/- (সাতশত) টাকা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা আবেদন ফি হিসেবে টেলিটক প্রিপেইড মুঠোফোনের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে ফি জমা হলেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ*অনলাইনে আবেদন শুরু হয়েছে: ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার, দুপুর ১২.০০)
*অনলাইনে আবেদনের শেষ: ৬ এপ্রিল ২০২৫ (রোববার, রাত ১১.৫৯)
*অনলাইনে আবেদনের ফি জমার শেষ তারিখ: ৭ এপ্রিল ২০২৫ (সোমবার, রাত ১১.৫৯)
*অনলাইন প্রবেশপত্র ডাউনলোড শুরু: ৬ মে ২০২৫ (মঙ্গলবার, সকাল ১০.০০)
*ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১৬ মে ২০২৫ (শুক্রবার, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত)
আরও পড়ুনকলেজের গভর্নিং বডির সভাপতি-সদস্যদের সম্মানী বন্ধ, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর১৩ মার্চ ২০২৫সংরক্ষিত আসনের ক্ষেত্রে যা করণীয়মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ প্রযোজ্য সংরক্ষিত আসনের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার দিন কার্যকর সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে। তবে সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তির বিস্তারিত তথ্যনার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ভর্তির নীতিমালা স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট www.dgnm.gov.bd এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট www.bnmc.gov.bd এর মাধ্যমে জানা যাবে।
আরও পড়ুনপাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ১৭ মার্চ ২০২৫আরও পড়ুনআইইএলটিএস প্রস্তুতি, ইংরেজির স্পষ্ট উচ্চারণের জন্য প্রতিদিন করণীয়১৩ মার্চ ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন স অ য ন ড ম ডওয ম র চ ২০২৫ ও এইচএসস পর ক ষ র ইন ন র স ব সরক র র ত ১১ র জন য ভর ত র আসন র বছর ম ব এসস
এছাড়াও পড়ুন:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের প্রযুক্তি-অধ্যায় ১, দ্বিতীয় অংশ। এসএসসি পরীক্ষা-২০২৫
২১. কাকে ‘প্রোগ্রামিং ধারণার প্রবর্তক’ হিসেবে সম্মানিত করা হয়?
ক. অ্যাডে লাভলেস খ. লর্ড বায়রন
গ. স্টিভ জবস ঘ. চার্লস ব্যাবেজ
২২. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে?
ক. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল খ. স্টিভ জবস
গ. গুগলিয়েলমো মার্কনি ঘ. জগদীশচন্দ্র বসু
২৩. বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোনো ধারণাটি?
ক. তড়িৎ চৌম্বকীয় বল খ. তড়িৎ শক্তি
গ. চৌম্বক শক্তি ঘ. চৌম্বকীয় বল
২৪. কোনো বাঙালি বিজ্ঞানী বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন?
ক. প্রফুল্ল চন্দ্র রায় খ. কুদরাত-ই-খুদা
গ. সত্যেন্দ্রনাথ বসু ঘ. জগদীশচন্দ্র বসু
২৫. জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে কোনটির ব্যবহার করেন?
ক. অতি দীর্ঘ তরঙ্গ খ. অতিক্ষুদ্র তরঙ্গ
গ. ওয়াই-ফাই ঘ. ফাইবার অপটিকস
২৬. কত সালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন?
ক.১৮৫২ সালে খ.১৮৫৩ সালে
গ.১৮৭১ সালে ঘ.১৮৯৫ সালে
২৭. ‘বেতার যন্ত্রের আবিষ্কারক’ বলা হয় কাকে?
ক. গুগলিয়েলমো মার্কনি খ. রেমন্ড স্যামুয়েলস টমলিনসন
গ. চার্লস ব্যাবেজ ঘ. অ্যাডে লাভলেস
২৮. আইবিএম কোম্পানির প্রথম কম্পিউটারের নাম কী?
ক. মাইক্রো খ. মিনিফ্রেম গ. মেইনফ্রেম ঘ. মাইক্রো
২৯. বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কম?
ক. আরপানেট খ. টপোলজি গ. প্রটোকল ঘ. ইন্টারনেট
৩০. ‘নেটওয়ার্ক’ কী?
ক. কম্পিউটারগুলোর মধ্যে আন্তসংযোগ খ. ইন্টারনেটের নাম
গ. একাধিক প্রটোকল ঘ. প্রোগ্রামের সংযোগ
৩১. ‘আরপানেট’ কী?
ক. একটি নেটওয়ার্কের নাম খ. মাইক্রোপ্রসেসর
গ. প্রোগ্রামের নাম ঘ. ইন্টারনেটের নাম
৩২. বিশ্বের প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?
ক. জেমস ক্লার্ক খ. অ্যাডে লাভলেস
গ. মার্ক জাকারবার্গ ঘ. রেমন্ড স্যামুয়েলস টমলিনসন
৩৩. বিশ্বের প্রথম ই-মেইল সিস্টেম চালু হয় কত সালে?
ক.১৯৭১ সালে খ.১৯৭২ সালে
গ.১৯৮২ সালে ঘ.১৯৯৫ সালে
৩৪. মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় কত সালে?
ক.১৯৭১ সালে খ.১৯৭৬ সালে
গ.১৯৮১ সালে ঘ.১৯৮৫ সালে
৩৫. অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?
ক. স্টিভ জবস খ. স্টিভ ওজনিয়াক
গ. রোনাল্ড ওয়েইন ঘ. তাঁরা সবাই
৩৬. কম্পিউটার জগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোনটি?
ক. Adobe খ. Dell গ. Apple ঘ. Google
৩৭. মাইক্রোসফটের স্বত্বাধিকারী কে?
ক. স্টিভ জবস খ. মার্ক জাকারবার্গ
গ. টিম বার্নার্স-লি ঘ. বিল গেট
৩৮. ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ কত সালে মহাকাশে পাঠানো হয়?
ক.১২ মে ২০১৮ সালে খ.১৫ জুন ২০১৯ সালে
গ.১৫ জুলাই ২০২০ সালে ঘ.১২ জুলাই ২০২১ সালে
৩৯. ‘উইন্ডোজ’ কী?
ক. হিসাব-নিকাশের প্রোগ্রাম খ. নেটওয়ার্কের নেটওয়ার্ক
গ. কম্পিউটার অপারেটিং সিস্টেম ঘ. ডেটাবেইস প্রোগ্রাম
৪০. ‘COD’-এর পূর্ণ রূপ কোনটি?
ক. Cash Over Delivery খ. Cash On Delivery
গ. Cash Before Delivery ঘ. Cash After Delivery
সঠিক উত্তর:
২১. ক ২২. ক ২৩. ক ২৪. ঘ ২৫. খ ২৬. ঘ ২৭. ক ২৮. গ ২৯. ক ৩০. ক ৩১. ক ৩২. ঘ ৩৩. ক ৩৪. ক ৩৫. ঘ ৩৬. গ ৩৭. ঘ ৩৮. ক ৩৯. গ ৪০. খ
লেখা: প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা