পাকিস্তানের তিন ভেন্যুতে বাংলাদেশের ছয় ম্যাচ
Published: 18th, March 2025 GMT
আঁটসাঁট সূচির কারণে বাংলাদেশ-পাকিস্তানের পূর্ব নির্ধারিত সূচির ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়নি। তবে এ বছর সেটি অনুষ্ঠিত হবে। আগামী মে মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ মঙ্গলবার (১৮ মার্চ) এই সিরিজ সংক্রান্ত প্রতিবেদন পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই লিগ শেষেই অনুষ্ঠিত হবে সিরিজ দুটি। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালিন পাকিস্তান সফরে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। সে সময় এফটিপি’র এই সিরিজের দিনক্ষণ ঠিক করে দুই দেশের বোর্ড।
তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো পাকিস্তানের ফয়সালাবাদ, মুলতান ও লাহোরে অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন:
নির্ধারিত সূচির বাইরে বাংলাদেশে খেলতে আসবে পাকিস্তান
বাংলাদেশের আফগানিস্তানের দিকে তাকানো উচিত: নাসের হুসেইন
গত বছর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। দুই ম্যাচের সেই সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় টাইগাররা। এবার আবারও পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলই প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি। গ্রুপপর্ব থেকেই ছিটকে যেতে হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানকে। কারণ, কোনো দলই জয়ের দেখা পায়নি। তাদের মুখোমুখি একমাত্র ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, ফলে উভয় দলকে ভাগ করে নিতে হয় এক পয়েন্ট করে। এবার সাদা বলের সিরিজে পুরনো হতাশা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে মাঠে নামতে চায় দুই দল।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সেই এমবাপ্পেই এখন বড় স্বপ্ন দেখাচ্ছেন রিয়ালকে
গত বছরের নভেম্বরের শেষ দিকের কথা। ছন্দ হারিয়ে কিলিয়ান এমবাপ্পের তখন ছন্নছাড়া দশা। এরই মধ্যে লিভারপুলের কাছে চ্যাম্পিয়নস লিগে হারের পর ভাইরাল হয় এমবাপ্পের একটি ছবি। সেই ছবিতে দেখা যায়, ঘাড়ে ভর দিয়ে দুই পা ওপরে তুলে উল্টে আছেন ফরাসি তারকা। এ ছবি নিয়ে সে সময় হাসাহাসিও হয়েছে অনেকে। কেউ কেউ এ ছবিকে এমবাপ্পের চলমান দুর্দশার সঙ্গেও মিলিয়ে পাঠ করেছেন।
সমালোচক বা ট্রলকারীদের অবশ্য দোষ দেওয়ার খুব একটা সুযোগ ছিল না। সে সময়টায় ধারাবাহিকভাবেই বাজে পারফরম্যান্স করে যাচ্ছিলেন এমবাপ্পে। যা তাঁকে রীতিমতো কোণঠাসা করে ফেলেছিল।
লিভারপুলের বিপক্ষে সেই বাজে অভিজ্ঞতা অন্যভাবে ফিরে এসেছিল কদিন পর। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে রিয়ালের ২-১ গোলে হারের রাতে পেনাল্টি মিস করে বসেন এমবাপ্পে। এরপর কেউ কেউ তাঁকে ডাকতে শুরু করেন ‘মিস পেনাল্টি’ নামে। বেশ বিব্রতকর অভিজ্ঞতাই বটে। অথচ চিত্রটা মোটেই এমন হওয়ার কথা ছিল না।
কয়েক বছর ধরে চলতে থাকা নাটকীয়তা ও উত্থান-পতনের পর্ব পার করে গ্রীষ্মের দলবদলেই পিএসজি ছেড়ে রিয়ালে আসেন এমবাপ্পে। ঘটনার ঘনঘটা এবং নামের কারণে স্বাভাবিকভাবেই শুরু থেকে মাইক্রোস্কোপের নিচে ছিলেন এমবাপ্পে। তাঁর প্রতিটি মুহূর্তকে নজরদারি করা হচ্ছিল কঠোরভাবে।
আরও পড়ুনভক্ত এমবাপ্পেকে রোনালদোর উপদেশ, নিজের মতো খেলো০৩ ফেব্রুয়ারি ২০২৫দর্শক, সমর্থক, সাবেক ফুটবলার বা সংবাদমাধ্যম—সবার চোখ ছিল তাঁর ওপর। আর পান থেকে চুন খসলেই গেল গেল রব। ‘রিয়াল তাকে কিনে ভুল করেছে’ বা ‘এমবাপ্পে চাপ নিতে পারেন না’—এমন কথাতেও ছেয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম। অনেকটা অন্যায্যভাবেই দলের বাজে পারফরম্যান্সের বেশির ভাগ দায় বহন করতে হচ্ছিল তাঁকেই। এমনকি দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সময় দিতেও যেন সবার অনীহা।
এমন পরিস্থিতিতে জবাবটাকে এমবাপ্পেকে মাঠেই দিতে হতো। এমন নয় যে শুরু থেকে খুবই বাজে পারফরম্যান্স করছিলেন কিংবা তাঁকে মাঠে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সমস্যাটা ছিল ধারাবাহিকতায়। নিয়মিত একই তালে খেলতে পারছিলেন না।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিক করার পথে গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর মতো উদ্যাপন করেছেন কিলিয়ান এমবাপ্পে