ময়মনসিংহের গফরগাঁওয়ে বিলের জমির মাটি কাটা নিয়ে বিরোধে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার পাগলা থানা এলাকার নিগুয়ারী ইউনিয়নের তললী গ্রামে গতকাল রাত ১০টার দিকে স্থানীয় মেহেদী হাসান ওরফে রাকিব (২৫) ও মো.

ইয়াসিনের গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় মেহেদীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন ইয়াসিন গ্রুপের লোকজন। এ ঘটনায় মো. সাবিত নামের এক যুবক গুলিবিদ্ধ হন।

নিহত মেহেদী হাসান তললী গ্রামের মজিবুর রহমানের ছেলে। গুলিবিদ্ধ সাবিত একই গ্রামের রবিকুল ইসলামের ছেলে। আর অভিযুক্ত ইয়াসিন (৪০) সাদুয়া গ্রামের মৃত আমীর আলীর ছেলে।

স্থানীয় গ্রাম পুলিশের সদস্য মো. ওয়াজ উদ্দিন বলেন, স্থানীয় জেডুপি বিল থেকে মাটি কাটতে চেয়েছিলেন ইয়াসিন। কিন্তু তাতে বাধা দেন মেহেদী হাসান। নিজের বাবার জমি থেকে মাটি কাটতে ইয়াসিনকে বাধা দিলে তিন মাস ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যে মেহেদী নিজেই বিলে থাকা নিজেদের জমির মাটি বিক্রি করেছিলেন। বিল থেকে মাটি কাটা নিয়ে গতকাল রাতে তললী পল্টনের মোড় এলাকায় মারামারি ও হত্যার ঘটনা ঘটে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, মেহেদী হাসানদের জমি থেকে মাটি কাটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মেহেদী ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দেড় ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু  

গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। এর ফলে দেড় ঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।

রবিবার (১৬ মার্চ) বিকেল ৫টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। এর আগে, একইদিন বিকেল সাড়ে ৩টার দিকে ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে লুমেন টেক্সটাইল কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। 

আরো পড়ুন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ 

আরো পড়ুন:

ঈদে যমুনা সেতু মহাসড়কে যানজটের শঙ্কা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

আন্দোলনরত শ্রমিকরা জানান, প্রতিমাসেই বেতন দিতে দেরি করে কর্তৃপক্ষ। যেহেতু, রমজান মাস এজন্য এই মাসে আগে বেতন দিতে বলা হয় তাদের। আজ বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আজও বেতন না দিলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায়।

কারখানা শ্রমিক মাহবুব বলেন, “আমাদের কারখানায় ৩০০-৪০০ শ্রমিক কাজ করে। রাত ১১ টা ১২টা পর্যন্ত কাজ করানো হলেও কোনো নাইট বিল দেওয়া হয় না। ইনক্রিমেন্ট নেই। প্রতি মাসের ১৫-২০ তারিখ বেতন দেয়। রমজান মাস আগে বেতন চেয়েছি তবু ম্যানেজমেন্ট গুরুত্ব দেয়নি।” 

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, “শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।” 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • বকেয়ার বেতন ও ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে দুটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ
  • গাজীপুরে দুই কারখানায় শ্রমিক বিক্ষোভ
  • ফেসবুকে পোস্ট নিয়ে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, আহত ১৫
  • গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহতের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০
  • মাইক্রোবাস চাপায় নারী শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে দফায় দফায় সংঘর্ষে আহত ২০ 
  • মোটরসাইকেল থামিয়ে সাংবাদিককে মারধর
  • কেন প্রেমে পড়লেন গৌরি-আমির?
  • গাজীপুরে ৫ আগস্টের পর বিভিন্ন দাবিতে শ্রমিকদের ৮৩ বার মহাসড়ক অবরোধ
  • দেড় ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু