‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’–এ পুলিশের ভূমিকায় ‘দাদাগিরি’ সৌরভের
Published: 18th, March 2025 GMT
দরজায় টাঙানো কাগজে লেখা ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার: শুট ডে ১’। কক্ষের ভেতরে পুলিশ কর্মকর্তার পোশাক পরা একজন বসে। পরিচালকের কণ্ঠে ‘কাট ইট!’ এমন সময় সেই দরজা দিয়ে ভেতরে ঢুকে খুব পরিচিত কণ্ঠের একজন বললেন, ‘বেঙ্গল নিয়ে শো বানাচ্ছ, আর দাদাকে ডাকলে না?’
এটুকুতেই বুঝে যাওয়ার কথা সেই পরিচিত কণ্ঠের মানুষটি কে। সে যা–ই হোক, শুটিংয়ের কলাকুশলীরা তো খুশিতে বাকবাকুম। স্বয়ং নির্মাতা হ্যাট খুলে গলায় শিশুর মতো আবেগ ঢেলে জানতে চাইলেন, ‘দাদা, আপনি কোন চরিত্রে অভিনয় করতে চান?’
দুই হাত একসঙ্গে করে পুলিশের পোশাক পরা সেই ‘দাদা’ এমন ভঙ্গি করলেন যে দেখে বোঝা গেল পুলিশের চরিত্রই তাঁর পছন্দের। ভিডিওটির পরের অংশে দেখা গেল, নির্মাতা দাদাকে বোঝাচ্ছেন তাঁর চরিত্র নিয়ে, ‘আপনি একজন সৎ ও কঠোর পুলিশ কর্মকর্তা। চোখে সেই আগ্রাসন থাকতে হবে।’ আর নির্মাতার সহকারীরা দাদার কাঁধ টিপে দিচ্ছেন এবং পাশেই একজন ডাব নিয়ে বসে। দাদা কথাগুলো শুনছেন এবং মাথা ঝাঁকাচ্ছেন।
আরও পড়ুনপ্রতিপক্ষকে ধাক্কা দিয়ে জরিমানা গুনলেন পাকিস্তানি অলরাউন্ডার১৬ ঘণ্টা আগেযেহেতু এতক্ষণে ধরেই ফেলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে দাদা একজনই এবং সেই দাদা হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী, তাই পরের চিত্রনাট্য বয়ান করা যাক। দাদার প্রথম শুটের অংশের নাম ‘এক্স কোচ অ্যাঙ্গার, টেক ওয়ান।’ সেখানে দাদাকে খুব দ্রুত নিজের রাগ প্রদর্শন করতে হবে। ক্রিকেট ক্যারিয়ারে অধিনায়ক সৌরভ তাঁর আগ্রাসী মেজাজের জন্য পরিচিত হলেও ক্যামেরার সামনে ব্যাপারটা ভেতর থেকে আসছিল না। তখন সৌরভ তাঁর ফেলে আসার ক্রিকেট ক্যারিয়ারে একটি মুখ স্মরণ করার চেষ্টা করেন, যাঁকে দেখলেই তাঁর মেজাজ সপ্তমে চড়ে যায়। ঠিক ধরেছেন। গ্রেগ চ্যাপেল!
২০০৫ সালে ভারতের কোচ হয়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। কিন্তু খেলোয়াড়দের সঙ্গে সংঘাত ও ২০০৭ বিশ্বকাপে ভারতের বাজে পারফরম্যান্সের কারণে সে বছরই এপ্রিলে দায়িত্ব ছাড়েন। চ্যাপেলের সময়ে তাঁর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন সৌরভ। পরিণামে অধিনায়কত্ব হারানোর পাশাপাশি ওয়ানডে ও টেস্ট দল থেকেও বাদ পড়েছিলেন। স্বাভাবিকভাবেই চ্যাপেলের মুখ মনের ভেতর ভেসে উঠলে সৌরভের ভালো লাগার কথা না।
ভিডিওতে ঘটলও তা–ই। চ্যাপেলের মুখ মনের মধ্যে ভেসে ওঠা এবং সেই কল্পনায় চ্যাপেল তাঁকে ‘হ্যালো মেট’ বলে খিকখিক করে হেসে ওঠামাত্রই সৌরভের ভেতরের সব রাগ–ক্ষোভ যেন বন্যার ঢলের মতো বেরিয়ে এল! এমন এক চিৎকার দিলেন যে সেটা নির্মাতা ‘কাট’ বলার পরই থামল না! ক্যামেরার পেছনে ফিসফিসানি ‘দাদার কী হলো!’
আরও পড়ুনউমরানের এবার আইপিএলেই খেলা হচ্ছে না, কলকাতার বদলি এক নেট বোলার১৭ মার্চ ২০২৫পরের দৃশ্যটি আরও মজার। নির্মাতা সৌরভকে বুঝিয়ে দেন, ‘এ দৃশ্যে অপরাধীকে পিটুনি দিতে হবে।’ তো, অপরাধীর দুই হাত বেঁধে তাঁকে শূন্যে ঝোলানো হয়েছে। সৌরভ হাতে লাঠি নিয়ে অপরাধীর পাশে এমনভাবে দাঁড়ালেন, যেটার সঙ্গে ব্যাটিংয়ে স্ট্রোক খেলার স্টান্সের মিল আছে। এভাবে তিনবার আঘাত করলেন অপরাধীকে, যার প্রথমটি দেখে মনে হবে স্কয়ার কাট, পরেরটি কাভার ড্রাইভ এবং শেষটি পুল শট!
সৌরভও ব্যাটিংয়ের স্ট্রোকের মতো একেকটি আঘাত করার সময় জানতে চাইলেন, ‘কাট মারব?’ ‘কাভার ড্রাইভ?’ ‘পুল?’। অপরাধীকে পিটুনি দেওয়া শেষে সৌরভ নিজের ক্রিকেটীয় সত্তা থেকেই বললেন, ‘পুল তো ভালোই। তবে অফসাইডই বেশি পছন্দের।’
ক্রিকেট ক্যারিয়ারে অফসাইডে সৌরভের স্ট্রোকমেকিং এতই ভালো ও দৃষ্টিনন্দন ছিল যে তাঁকে ‘গড অব অফসাইড’ও বলা হতো। সে যা–ই হোক, সৌরভ তাঁর অফসাইডপ্রীতি জানানোর পর নির্মাতা বলে ওঠেন, ‘পারফেক্ট দাদা! কিন্তু এগুলো আপনাকে ৮ সেকেন্ডের মধ্যে করতে হবে।’
এইবার সৌরভ পড়লেন বিপদে। জানতে চাইলেন, ‘৮ সেকেন্ডে এত কিছু করব কীভাবে?’ নির্মাতা পুলিশের পোশাকে কলকাতা সিনেমার তারকা জিতের কিছু অ্যাকশন দৃশ্য দেখান। কিন্তু সৌরভ সেসব দৃশ্য দেখে পত্রপাঠ বলে দেন, ‘এসব তো পারব না। আমার জন্য আর কোনো চরিত্র আছে?’ নির্মাতা বলেন, ‘এই সিরিজের মার্কেটিং করবেন নাকি?’ সৌরভ এবার খুশিতে হেসে বলেন, ‘হ্যাঁ।’
এতক্ষণে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, এই ভিডিও কিসের। নেটফ্লিক্সের সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’–এর প্রোমো মুক্তি পেয়েছে সম্প্রতি। সেই প্রোমোতেই সৌরভকে এভাবে দেখা গেছে। রাজনৈতিক ক্রাইম থ্রিলার ঘরানার এই সিরিজে ছোট্ট এক ‘ক্যামিও’তে পুলিশের ডিএসপির চরিত্রে অভিনয় করছেন সৌরভ। নেটফ্লিক্স ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে প্রোমোটি ছাড়া হয়েছে। এই সিরিজে আরও অভিনয় করছেন কলকাতার সিনেমার কিংবদন্তি প্রসেনজিত চ্যাটার্জি, জিৎ, চিত্রাঙ্গদা সিং, পরমব্রত চ্যাটার্জি ও শাশ্বত চ্যাটার্জি। নীরাজ পাণ্ডের পরিচালনায় সিরিজটি আগামী ২০ মার্চ মুক্তি পাবে।
ভারতীয় টিভি চ্যানেলে ‘দাদাগিরি আনলিমিটেড’ কুইজ অনুষ্ঠানে উপস্থাপনা করে ভীষণ জনপ্রিয়তা কুড়ানো সৌরভ নেটফ্লিক্সের সিরিজে অভিনয় করা নিয়ে বলেছেন, ‘থ্রিলার এবং পুলিশি ড্রামার খুব প্যাশন আছে আমার। খাকি ফ্র্যাঞ্চাইজি হিসেবে অবশ্যই আমার অন্যতম ফেবারিট। তাই নেটফ্লিক্স আমাকে বলার পর খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টারের নতুন মৌসুমে তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে ছিলাম।’
২০২২ সালের ২৫ নভেম্বর মুক্তি পেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিরিজ খাকি: দ্য বিহার চ্যাপ্টার ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অপর ধ
এছাড়াও পড়ুন:
আগুনে আটকে পড়াদের বাঁচাতে গিয়ে মারা গেলেন ২৫ বছর বয়সী ফুটবলার
নৈশ ক্লাবে ভয়াবহ আগুন লেগেছিল। ২৫ বছর বয়সী ফুটবলার আন্দ্রেজ লাজারভ নিজের জীবনের পরোয়া করেননি। নৈশ ক্লাবের ভেতরে আটকে পড়া জীবিতদের উদ্ধার করতে গিয়েছিলেন। শেষ পর্যন্ত লাজারভ আর বেঁচে ফিরতে পারেননি।
উত্তর মেসিডোনিয়ার কোচানিতে পালস ক্লাবে গতকাল এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অফিশিয়ালদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, এ ঘটনায় মৃতের সংখ্যা ৫৯, আহত আরও ১৫৫। লাজারভ উত্তর মেসিডোনিয়ার শীর্ষ লিগের ক্লাব এফসি স্কোপাইয়ের মিডফিল্ডার ছিলেন।
আরও পড়ুনসাকিব ‘মেগাস্টার’, আমি ওই পর্যায়ে যাইনি: বললেন হামজা২ ঘণ্টা আগেক্লাবটির পক্ষ থেকে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করা শোকবার্তায় লেখা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের ফুটবলার আন্দ্রেজ লাজারভ কোচানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকারদের একজন। আগুনের শিখা থেকে বাকিদের বাঁচাতে গিয়ে লাজারভ তাঁর জীবন হারিয়েছেন। এই সাহসী কাজের সময় ধোঁয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। চূড়ান্ত মুহূর্তে তাঁর এই সাহসিকতা ও মানবিকতা সব সময় স্মরণ রাখা হবে।’
মেসিডোনিয়ার অনূর্ধ্ব–১২ দলে খেলা লাজারভ গত সেপ্টেম্বরে স্কোপাইয়ে যোগ দেন। এর আগে খেলেন ক্রোয়েশিয়ার ক্লাব এইচএনকে গোরিকায়। রাজধানী স্কোপাই থেকে ১০০ কিলোমিটার পুবের শহর কোচানির পালস ক্লাবে এ ঘটনায় অগ্নিনির্বাপণকর্মীরা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
মেসিডোনিয়ান হিপহপ ব্যান্ড ডিএনকের সেখানে কনসার্ট ছিল। হাজারখানেক মানুষ এই কনসার্ট দেখতে সেখানে জমায়েত হয়েছিলেন বলে জানিয়েছে মেইল অনলাইন। উত্তর মেসিডোনিয়ার বার্তা সংস্থা মিয়া.এমকে জানিয়েছে, ডিএনকে ব্যান্ডের মূল গায়ক আন্দ্রেস জর্জিওস্কিসহ ব্যান্ডের চিত্রগ্রাহক, আরেকজন গায়ক, ড্রামার ও কি–বোর্ড বাদকও আগুনে মারা গেছেন।
আরও পড়ুনসেই এমবাপ্পেই এখন বড় স্বপ্ন দেখাচ্ছেন রিয়ালকে৬ ঘণ্টা আগেঅনলাইন মিডিয়া আউটলেট এসডিকের বরাত দিয়ে মেইল অনলাইন জানিয়েছে, কনসার্ট শুরু হয় মধ্যরাতে আর আগুন লেগেছে আনুমানিক স্থানীয় সময় রাত তিনটার দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভয়াবহ আগুনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
কনসার্টের ভেন্যুর ভেতরকার ভিডিও ক্লিপে দেখা যায়, মঞ্চে আতশবাজির জন্য পাইরোটেকনিকস ব্যবহার করা হয়, যা দাহ্য পদার্থ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্স টসকোভস্কি সংবাদমাধ্যমকে বলেন, আগুন লাগার সম্ভাব্য কারণ হতে পারে পাইরোটেকনিকস থেকে অগ্নিশিখা মঞ্চের সিলিংয়ে পৌঁছে গিয়েছিল, যেটা খুবই দাহ্য পদার্থ দিয়ে বানানো। বিবিসির ভেরিফাই করা ফুটেজে দেখা গেছে, সিলিংয়ের আগুন নেভানোর চেষ্টা করছেন কনসার্টের উপস্থিতরা। জীবন বাঁচাতে হুড়াহুড়ি ও দৌড়াদৌড়িও করছেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে লাজারভকে শ্রদ্ধা জানিয়েছেন ফুটবলপ্রেমীরা। একজন লেখেন, ‘সত্যিকারের নায়ক।’ আরেকজন লেখেন, ‘সত্যিকারের নায়কেরা সাহসী হন।’ অন্য এক ফুটবলপ্রেমী লেখেন, ‘তুমি অন্যদের জীবন বাঁচাতে গিয়ে মারা গিয়েছ। এটাই সাহসিকতার সংজ্ঞা।’