সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাইদুল ইসলাম (২৩)। বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানানা, মঙ্গলবার ভোররাতে দোয়ারাবাজার উপজেলায় ঝড়-বৃষ্টি হয়। ওই সময় সাহরি খাওয়ার জন্য বাড়ির উঠানের নলকূপে হাত ধুতে যান। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বজ্রপাতে একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ন মগঞ জ

এছাড়াও পড়ুন:

ময়লার স্তূপে পড়ে ছিল যুবকের মরদেহ 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ময়লার স্তূপ থেকে মুখ বাঁধা অবস্থায় আবু সালাম (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

অজ্ঞাত যুবক হিসেবে লাশ উদ্ধার করা হলেও পরে রংপুর থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দল এসে তার পরিচয় শনাক্ত করে। আবু সালাম লালমনিরহাট সদর উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ময়লার স্তূপে মুখ বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।  

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে অন্যত্র হত্যা করে লাশ ময়লার স্তূপের মধ্যে ফেলে রেখে গেছে কেউ। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা সম্ভব হয়নি। রংপুর থেকে সিআইডির একটি দল এসে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে।

ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পলাশবাড়ী থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। 

ঢাকা/মাসুম/রফিক

সম্পর্কিত নিবন্ধ