এবার ঈদে লম্বা ছুটি, কবে থেকে কতদিন
Published: 18th, March 2025 GMT
আসন্ন ঈদুল ফিতরে এবার লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদ উপলক্ষে এর মধ্যে পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এবার পাঁচ দিনের ঘোষিত ছুটির আগে-পরে আছে মহান স্বাধীনতা দিবস,শবে কদর ও সাপ্তাহিক ছুটি। ফলে এবার কার্যত লম্বা ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। ঈদের আগে ও পরে ১১ দিনের মধ্যে মাত্র দুদিন অফিস খোলা থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসেবে ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটি। অর্থাৎ ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল পর্যন্ত থাকবে এই ছুটি। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি। আর ঈদের আগের দুদিন এবং পরের দুদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি।
কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। এই ছুটি শুরুর আগে আগে আবার আছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি। তার পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ বৃহস্পতিবার একদিন অফিস খোলা থাকবে।
অন্যদিকে ছুটি শেষে অফিস খুলবে ৩ এপ্রিল বৃহস্পতিবার। তার পরের দুদিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। অর্থাৎ ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস চলবে মাত্র দুদিন (২৭ মার্চ এবং ৩ এপ্রিল)। একদিন ঈদের আগে এবং আরেকদিন ঈদের পরে।
ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। নিলে তা টানা ছুটি হয়ে যাবে। অবশ্য অর্জিত ছুটি নেওয়ার সুযোগ আছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিয়ের ৮ বছর পর সাগরিকা-জহিরের ঘরে এলো নতুন অতিথি
বিয়ের ৮ বছর সন্তানের মা-বাবা হলেন ‘চাক দে ইন্ডিয়া’খ্যাত অভিনেত্রী সাগরিকা ঘাটগ ও ক্রিকেটার জহির খান। বুধবার (১৬ এপ্রিল) সুখবরটি সামাজিক মাধ্যমে যৌথভাবে শেয়ার করেছেন তারা।
আজ দুপুরে ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন এই দম্পতি। যেখানে দেখা যায়, জহিরের কোলে সদ্যোজাত পুত্রসন্তান। দু’জনকে জড়িয়ে ধরে আছেন সাগরিকা।
পোস্টের ক্যাপশনে লেখা, ‘ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। পরম শক্তিমানের আশীর্বাদে কোল আলো করে এসেছে আমাদের সন্তান ফাতেহসিন খান।’
View this post on InstagramA post shared by Sagarika Z Ghatge (@sagarikaghatge)
এই দম্পতির মা-বাবা হওয়ার খবরে অভিনন্দনে ভাসিয়েছেন ভক্তরা। এছাড়া তারকারাও বিভিন্ন শুভেচ্ছাবার্তা দিয়েছেন। যেখানে রয়েছেন হুমা কুরেশি, আথিয়া শেঠি, ডায়না পেন্টি থেকে শুরু করে সুরেশ রায়না ও আকাশ চোপড়ার মতো ক্রিকেটাররাও।
ভারতীয় হকি খেলোয়াড়ের চরিত্রে চাক দে ইন্ডিয়া সিনেমায় অভিনয় করেছেন সাগরিকা। তার চরিত্রের নাম ছিল প্রীতি। অন্যদিকে জহির খান ভারতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার।
দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের নভেম্বরে বিয়ে করেন এই জহির-সাগরিকা। বিয়ের ৮ বছর পর প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পতি।