তাসকিন আহমেদ সেঞ্চুরি করেছেন! তা তিনি করতেই পারেন,  ব্যাটিং তো মোটামুটি পারেনই।  তবে ব্যাট হাতে নয়, বাংলাদেশের জাতীয় দলের পেসার সেঞ্চুরি করেছেন বল হাতে রান বিলানোর। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে রান বিলানোর সেঞ্চুরি করা তাসকিন নতুন রেকর্ডও গড়েছেন।

বিকেএসপিতে আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ ওভারে ১০৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মোহামেডানের তাসকিন। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো বোলারের যা সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড। তাসকিনের উদারতায় মোহামেডানের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান করেছে গাজী গ্রুপ। অধিনায়ক এনামুল হক  ১৪৩ বলে করেছেন সর্বোচ্চ ১৪৯ রান।

এত দিন লি ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের  বোলারদের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটা ছিল ১০৪।  ২০১০ সালে বেনোনিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে  ১০৪ রান দিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের পেসার শাহাদাত হোসেন। ১৪ বছর পর ২০২৪ সালে  ঢাকা প্রিমিয়ার লিগেই আবাহনীর বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান দেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির পেসার ইকবাল হোসেনও।

সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলিংটা নেদারল্যান্ডসের বাস ডি লিডা। ২০২৩ বিশ্বকাপে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেট নিতে ১১৫ রান খরচ করেন তিনি। খরুচে বোলিংয়ের তালিকায় তাসকিনের আজকের ঘটনাটি আছে ১১তম স্থানে।

গাজী গ্রুপের বিপক্ষে প্রথম ওভারেই বোলিংয়ে আসেন তাসকিন আহমেদ। ওই ওভারে তাঁকে একটি চারই মারতে পারেন ওপেনার সাদিকুর রহমান। প্রথম স্পেলে তিন ওভার করে তাসকিন অবশ্য খরচ করেন ৩৩ রান।

আবার ২৫তম ওভারে তাসকিনকে বোলিংয়ে নিয়ে আসেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। এবার প্রথম ওভারে ১২ রান দিলেও দ্বিতীয়টিতে এসে গাজী গ্রুপের ১৪১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন। এই দফায় তিন ওভার বল করে ২১ রান দেন।

৩৯তম ওভারে তৃতীয় স্পেলে দুই ওভার করেন তাসকিন। ৮ রান দিয়ে শামসুর রহমানকে বোল্ড করেন। প্রথম ৮ ওভারে ৬২ রান দিয়ে দুই উইকেট পান। কিন্তু শেষ দুই ওভারেই তাঁর ওপর মারমুখী হন গাজী গ্রুপের ব্যাটসম্যানরা।

৪৬তম ওভারে তিন চার ও দুই ছক্কায় ২৫ রান নেন তোফায়েল আহমেদ ও এনামুল হক। এক ওভার পর নিজের শেষ ওভারটি করতে এসে ২ ছক্কা ও ১ চার হজম করে ২০ রান দেন। এই ওভারে অবশ্য ২৯ বলে ৬৩ রান করা তোফায়েল আহমেদ তাঁর বলে ক্যাচ দিয়ে আউট হন। ৫ উইকেটে ৩৩৬ রানে থামে গাজী গ্রুপ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র কর ড প রথম উইক ট আহম দ

এছাড়াও পড়ুন:

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের সমর্থন ‘ঘৃণাভরে’ প্রত্যাখ্যান

ছয় দফা দাবি আদায়ে কারিগরি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থন দেওয়ার চেষ্টা ‘ঘৃণাভরে’ প্রত্যাখ্যান করেছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কারিগরি শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ এই তথ্য জানায়।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থনের নামে বিবৃতি ও প্রচারণা চালাচ্ছে। কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে এই জঘন্য, নিকৃষ্ট, স্বার্থান্বেষী ও রাজনৈতিক সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই এবং আমরা তাদের তথাকথিত সমর্থন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

আরো পড়ুন:

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে মশাল মিছিল

টাঙ্গাইলে নকল সরবরাহের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বিবৃতিতে বলা হয়, যে সংগঠন বছরের পর বছর শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস, দখলদারিত্ব, সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড ও দমন-পীড়নের মাধ্যমে শিক্ষার পরিবেশ ধ্বংস করেছে, টেকনিক্যাল সেক্টরের বারোটা বাজিয়েছে; কারিগরি উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। তারাই আবার সমর্থন দিচ্ছে, এটা হাস্যকর। নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থন আমাদের জন্য অপমানজনক এবং অগ্রহণযোগ্য।

আরো বলা হয়, কারিগরি ছাত্র আন্দোলন একটি স্বতন্ত্র, অহিংস এবং ছাত্রবান্ধব আন্দোলন। আমরা কোনো রাজনৈতিক দলের সমর্থন বা হস্তক্ষেপ চাই না। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের আন্দোলনের সঙ্গে নিজেদের নাম জড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে কিংবা দেশকে অস্থিতিশীল করতে পাঁয়তারা চালাচ্ছে। আমরা তাদের চিহ্নিত করছি, তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

আন্দোলনকারীরা স্মরণ করিয়ে দেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় যোদ্ধা। আপনাদের মতো নিষিদ্ধ সংগঠন এবং স্বৈরাচারের পতন ঘটিয়ে জনগণের তথা আমাদের সরকার গঠন করেছি। এ সরকার ছাত্র-জনতার সরকার। তাই সরকারকে অস্থিতিশীল করতে কারিগরি ছাত্র আন্দোলন ব্যবহার করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

ঢাকা/রায়হান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ