ফাহমিদুলকে বাদ দেওয়া নিয়ে ক্যাবরেরার ব্যাখ্যা
Published: 18th, March 2025 GMT
ইতালির ক্লাব ওলবিয়া কালসিও থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছিলেন তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম। বয়স মাত্র ১৮ হলেও তার প্রতি ছিল বিশেষ আগ্রহ। এক সপ্তাহ দলের সঙ্গে অনুশীলন ও একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরও জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার। ক্যাম্প শেষে বাংলাদেশ দল ফিরলেও ফাহমিদুল ফিরে গেছেন ইতালিতে।
ফাহমিদুলের ফেরার বিষয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, ‘কোচের সঙ্গে আলোচনা করেই সে তায়েফ থেকে ইতালি ফিরে গেছে। স্কোয়াড হবে ২৩ জনের। কোচ সব দিক বিবেচনা করেই চূড়ান্ত দল গড়েছেন।’
জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা এই ফরোয়ার্ডকে নিয়ে আগেই করেছিলেন প্রশংসা। অথচ এখন তার মত, ফাহমিদুল জাতীয় দলে খেলার মতো প্রস্তুত নন, ‘সে সৌদি ক্যাম্পে ভালো অনুশীলন করেছে। তবে এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা আরও বেশি প্রস্তুত। তাকে আরও সময় দিতে হবে।’
ক্যাবরেরার এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন দল গঠনে কোচের ভূমিকা নিয়ে। অনেকে আবার সন্দেহ করছেন জাতীয় দলে সিন্ডিকেটের উপস্থিতি রয়েছে কিনা। এদিকে দেশে ফিরে কোচ ক্যাবরেরা কথা বলেছেন নতুন ফুটবলার হামজাকে নিয়েও। তিনি বলেন, ‘হামজাকে নিয়ে সবাই রোমাঞ্চিত। প্রতি সপ্তাহে আমার সঙ্গে তার কথা হয়েছে। এখন আমাদের লক্ষ্য ভারতকে হারানো।’
ফাহমিদুলের জাতীয় দলের স্বপ্ন আপাতত থেমে গেলেও সমর্থকদের প্রশ্ন আসলে কি শুধু প্রস্তুতির ঘাটতি, নাকি এর পেছনে আরও কিছু কারণ রয়েছে?
.উৎস: Samakal
কীওয়ার্ড: হ য ভ য় র ক য বর র জ ত য় দল র ক য বর র
এছাড়াও পড়ুন:
কোটি টাকার ভারতীয় পণ্যের চোরাচালান আটক
হবিগঞ্জ জেলার মাধবপুরে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যের চোরাচালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজিল আহমেদ এ তথ্য জানান।
আটক করা পণ্যের মধ্যে রয়েছে ৪৩ হাজার ২০০টি ভারতীয় স্কিনশাইন ক্রিম, ৮৭১টি ফেসওয়াশ ও ৯৮০ প্যাকেট ভারতীয় ট্যাংক।
আরো পড়ুন:
চুয়াডাঙ্গায় ৬টি স্বর্ণের বারসহ যুবক আটক
বাংলাদেশি ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি
লেফট্যানেন্ট কর্নেল তানজিল বলেন, “৫৫ বিজিবির বিশেষ দল সোমবার সকালে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানকে থামানোর জন্য সিগন্যাল দিলে গাড়িটি রেখে চালক পালিয়ে যায়। পরে এর ভেতর থেকে ৪৩ হাজার ২০০টি ভারতীয় স্কিনশাইন ক্রিম, ৮৭১টি ফেসওয়াশ ও ৯৮০ প্যাকেট ভারতীয় ট্যাংক উদ্ধার করেছে বিজিবি।”
তিনি বলেন, “আটক করা এসব প্রসাধনী ও ট্যাংকের বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ ৮ হাজার ৪০০ টাকা। মামলার পর এগুলো হবিগঞ্জ কাস্টমসে হস্তান্তর করা হবে।”
হবিগঞ্জ/মামুন/এসবি