তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের প্রযুক্তি-অধ্যায় ১, দ্বিতীয় অংশ। এসএসসি পরীক্ষা-২০২৫
Published: 18th, March 2025 GMT
২১. কাকে ‘প্রোগ্রামিং ধারণার প্রবর্তক’ হিসেবে সম্মানিত করা হয়?
ক. অ্যাডে লাভলেস খ. লর্ড বায়রন
গ. স্টিভ জবস ঘ. চার্লস ব্যাবেজ
২২. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে?
ক. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল খ. স্টিভ জবস
গ. গুগলিয়েলমো মার্কনি ঘ. জগদীশচন্দ্র বসু
২৩. বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোনো ধারণাটি?
ক.
গ. চৌম্বক শক্তি ঘ. চৌম্বকীয় বলআরও পড়ুনউন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি পরীক্ষা, ভর্তি ৫ এপ্রিল পর্যন্ত২১ ঘণ্টা আগে
২৪. কোনো বাঙালি বিজ্ঞানী বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন?
ক. প্রফুল্ল চন্দ্র রায় খ. কুদরাত-ই-খুদা
গ. সত্যেন্দ্রনাথ বসু ঘ. জগদীশচন্দ্র বসু
২৫. জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে কোনটির ব্যবহার করেন?
ক. অতি দীর্ঘ তরঙ্গ খ. অতিক্ষুদ্র তরঙ্গ
গ. ওয়াই-ফাই ঘ. ফাইবার অপটিকস
২৬. কত সালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন?
ক.১৮৫২ সালে খ.১৮৫৩ সালে
গ.১৮৭১ সালে ঘ.১৮৯৫ সালে
২৭. ‘বেতার যন্ত্রের আবিষ্কারক’ বলা হয় কাকে?
ক. গুগলিয়েলমো মার্কনি খ. রেমন্ড স্যামুয়েলস টমলিনসন
গ. চার্লস ব্যাবেজ ঘ. অ্যাডে লাভলেস
২৮. আইবিএম কোম্পানির প্রথম কম্পিউটারের নাম কী?
ক. মাইক্রো খ. মিনিফ্রেম গ. মেইনফ্রেম ঘ. মাইক্রো
২৯. বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কম?
ক. আরপানেট খ. টপোলজি গ. প্রটোকল ঘ. ইন্টারনেট
৩০. ‘নেটওয়ার্ক’ কী?
ক. কম্পিউটারগুলোর মধ্যে আন্তসংযোগ খ. ইন্টারনেটের নাম
গ. একাধিক প্রটোকল ঘ. প্রোগ্রামের সংযোগ
৩১. ‘আরপানেট’ কী?
ক. একটি নেটওয়ার্কের নাম খ. মাইক্রোপ্রসেসর
গ. প্রোগ্রামের নাম ঘ. ইন্টারনেটের নাম
৩২. বিশ্বের প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?
ক. জেমস ক্লার্ক খ. অ্যাডে লাভলেস
গ. মার্ক জাকারবার্গ ঘ. রেমন্ড স্যামুয়েলস টমলিনসন
৩৩. বিশ্বের প্রথম ই-মেইল সিস্টেম চালু হয় কত সালে?
ক.১৯৭১ সালে খ.১৯৭২ সালে
গ.১৯৮২ সালে ঘ.১৯৯৫ সালে
৩৪. মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় কত সালে?
ক.১৯৭১ সালে খ.১৯৭৬ সালে
গ.১৯৮১ সালে ঘ.১৯৮৫ সালে
৩৫. অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?
ক. স্টিভ জবস খ. স্টিভ ওজনিয়াক
গ. রোনাল্ড ওয়েইন ঘ. তাঁরা সবাই
৩৬. কম্পিউটার জগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান কোনটি?
ক. Adobe খ. Dell গ. Apple ঘ. Google
৩৭. মাইক্রোসফটের স্বত্বাধিকারী কে?
ক. স্টিভ জবস খ. মার্ক জাকারবার্গ
গ. টিম বার্নার্স-লি ঘ. বিল গেট
৩৮. ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ কত সালে মহাকাশে পাঠানো হয়?
ক.১২ মে ২০১৮ সালে খ.১৫ জুন ২০১৯ সালে
গ.১৫ জুলাই ২০২০ সালে ঘ.১২ জুলাই ২০২১ সালে
৩৯. ‘উইন্ডোজ’ কী?
ক. হিসাব-নিকাশের প্রোগ্রাম খ. নেটওয়ার্কের নেটওয়ার্ক
গ. কম্পিউটার অপারেটিং সিস্টেম ঘ. ডেটাবেইস প্রোগ্রাম
৪০. ‘COD’-এর পূর্ণ রূপ কোনটি?
ক. Cash Over Delivery খ. Cash On Delivery
গ. Cash Before Delivery ঘ. Cash After Delivery
সঠিক উত্তর:
২১. ক ২২. ক ২৩. ক ২৪. ঘ ২৫. খ ২৬. ঘ ২৭. ক ২৮. গ ২৯. ক ৩০. ক ৩১. ক ৩২. ঘ ৩৩. ক ৩৪. ক ৩৫. ঘ ৩৬. গ ৩৭. ঘ ৩৮. ক ৩৯. গ ৪০. খ
লেখা: প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন টওয় র ক র প রথম কত স ল
এছাড়াও পড়ুন:
ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন
জাপানের কানসাইয়ের ওসাকায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ এর বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেছেন টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান।
শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে আব্দুর রহিম খান বলেন, ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে রপ্তানি পণ্যের প্রদর্শন বিশ্বব্যাপী আমাদের দেশের ব্যাপক পরিচিতি এনে দেবে এবং আমাদের দেশের পণ্যের প্রতি বিদেশি ক্রেতারা আরো বেশি আকৃষ্ট হবে।
ছয় মাস ব্যাপী বিশ্বের অন্যতম বৃহৎ এ এক্সপোতে বিশ্বের ১৬৫টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলোর ব্যবসায়ী এবং ক্রেতাদের জন্য ওয়ার্ল্ড এক্সপো অপূর্ব সুযোগ তৈরি করতে সক্ষম হবে বলে আয়োজকরা ধারণা করছেন। শনিবার ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
প্যাভিলিয়ন উদ্বোধনকালে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও জাপানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে মোট আঠারোটি জোনে বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি পণ্য প্রদর্শিত হবে।