রাজধানীর তিন এলাকায় চাঁদাবাজির অভিযোগে পান্ডি হাসান গ্রেপ্তার: র্যাব
Published: 18th, March 2025 GMT
রাজধানীর হাতিরঝিল, রামপুরা ও খিলগাঁও এলাকায় চাঁদাবাজির অভিযোগে করা মামলায় মো. হাসান ওরফে পান্ডি হাসান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
র্যাব বলছে, গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইব্রাহিম খান তুষার ওরফে ভাগনে তুষারের প্রধান সহযোগী।
হাসানকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে গতকাল সোমবার মধ্যরাতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় র্যাব-৩। এতে বলা হয়, ভাগনে তুষারের সহযোগীদের চাঁদাবাজিতে হাতিরঝিল, রামপুরা ও খিলগাঁও এলাকার মানুষ অতিষ্ঠ ছিল, আতঙ্কিত ছিল। গত ২১ জানুয়ারি চাঁদাবাজির অভিযোগে হাসানের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-৩-এর একটি বিশেষ আভিযানিক দল গতকাল সন্ধ্যায় হাতিরঝিল থানা এলাকা থেকে হাসানকে গ্রেপ্তার করে। এর আগে হাসান রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
হাসানের বিরুদ্ধে চাঁদাবাজির আরও দুটি মামলা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব। সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, হাসানের বাড়ি ভোলা সদর উপজেলায়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ ফেব্রুয়ারি ভাগনে তুষারকে গ্রেপ্তার করা হয়। তাঁর প্রধান সহযোগী হাসান হাতিরঝিল, রামপুরা, খিলগাঁও এলাকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর এল ক য়
এছাড়াও পড়ুন:
সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর ঢাকার মোহাম্মদপুরের ২ একর জমি, খুলনার দুটি বাড়ি ও কেসিসি মার্কেটে তিনটি দোকানসহ মোট ৪.৩৬ বিঘা বা প্রায় ১৩ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ১৪টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে, যেখানে ৩১ লাখ ৮ হাজার ৮৭৩ টাকা রয়েছে।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক জয়নাল আবেদীন আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, তিনি তার নামে ঠিকাদারি ব্যবসাসহ বিভিন্ন অবৈধ সম্পদ অর্জন করেছেন।
বিশ্বস্ত সূত্রের বরাতে দুদক জানায়, অভিযুক্ত ব্যক্তি ও তার স্বার্থসংশ্লিষ্টরা তাদের সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন, যা তদন্ত ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। এ কারণে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
দুদকের অনুসন্ধান দল ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।