অভিনয়ে একটা সময় নিয়মিত ছিলেন লাক্স তারকা সিফাত-ই তাহসিন। তারপর অনেক দিন হয় স্বামী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন এই তারকা। সম্প্রতি তানভীর তারেকের পরিচালনায় ‘ফাঁদের প্রেমে’ নাটক দিয়ে আবার অভিনয়ের খাতা খুলেছেন।  নিউইয়র্কের বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণ হয়েছে।  রোমান্টিক থ্রিলার নাটকটি অভিবাসী বাংলাদেশিদের প্রেম ও সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি নাটকটিতে তাহাসিনের অভিনয় প্রশংসিত হয়।  দীর্ঘদিন পর সম্প্রতি ঢাকায় এসেছিলেন তাহসিন। দেশে ফিরে ঈদের নাটকে অভিনয় করেছেন তিনি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনায় ‘অগ্নিশিখা’য় দেখা যাবে তাকে। এতে তাহসিনের দুই সহশিল্পী ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। গল্পের প্রধান তিনটি চরিত্রে থাকছেন তারা। 

দীর্ঘ সাত বছর পর দেশের নাটকে কাজ করা প্রসঙ্গে তাহসিন বলেন, “আমাদের শুরুর সময় শুটিং হতো একভাবে। এখন কাজ করে মনে হলো পিকনিকে মেজাজে ছিলাম! পুরান ঢাকার মতো অতিজনাকীর্ণ জায়গায় কাজ করলেও সেই আবহ টের পাইনি! মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউনিটের সবকিছুই দারুণ গোছানো ছিলো। তিনি প্রযোজক হিসেবে সবার যত্ন নেন। এতে আমি মুগ্ধ। পরিচালক রানা ফুরফুরে মানুষ। আর ‘অগ্নিশিখা’ চমৎকার একটি গল্প। সব মিলিয়ে মনের মতো একটি কাজ করেছি।”

২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিতি পান সিফাত তাহসিন। সেরা পাঁচে জায়গা করে নেন তিনি। অভিনয়ে নিয়মিত ছিলেন তিনি। বেশ কিছু নাটকে ও বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে তাকে। ২০১৮ সালে বিয়ে করে বিদেশে পাড়ি জমান তাহসিন। ২০১৯ সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় তার সর্বশেষ নাটক। 

‘অগ্নিশিখা’ রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। তাহসিনের অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘সিফাত তাহসিন মানুষ হিসেবে দারুণ। আমাদের মনেই হয়নি প্রথমবার একসঙ্গে কাজ করছি। কানাডার ফ্লাইটে ওঠার আগের দুই দিন ‘অগ্নিশিখা’র শুটিং করেছেন তিনি। 
‘এটি একটি ভালোবাসার গল্প। শুধু প্রেমিক-প্রেমিকা নয়; ভাইবোন, মা-বাবা, আত্মীয়-স্বজনসহ সবার সঙ্গে ভালোবাসার বন্ধন মানুষকে ইতিবাচক রাখে। আমার এই গল্পের মূল বক্তব্য হলো, যেকোনো পরিস্থিতিতেই ভালোবাসার মানুষের বিপক্ষে যাওয়া উচিত নয়।’

নাটকটিতে আরো অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, ফখরুল বাশার, মিলি বাশার, বড়দা মিঠু, এমএনইউ রাজু। পুরান ঢাকার সূত্রাপুর ও বুড়িগঙ্গায় এর শুটিং হয়েছে। চিত্রগ্রহণে ফুয়াদ বিন আলমগীর।  আসছে ঈদে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। 

নতুন এ নাটকিট ছাড়াও মাছরাঙা  টেলিভিশনের একটি তারকা আড্ডার অনুষ্ঠােনে অংশ নেন তাহসিন। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অভ ন ত র ট ভ ন টক ক জ কর কর ছ ন ন টকট

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রামে বর্ষবরণে নানা আয়োজন

‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে কুড়িগ্রামে নানা আয়োজনে নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করেছে নানা শ্রেণি পেশার মানুষ।

আজ সোমবার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সকাল ৯টা থেকে শুরু হয় বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে জেলা প্রশান, প্রচ্ছদ, হিজিবিজি, সরকারি কলেজ, উদীচী, এনসিটিএফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠন আলাদাভাবে শোভাযাত্রার আয়োজন করে।

জেলার ঐতিহ্য গরুর গাড়ি, পুতুল নাচ, চরের কৃষকদের নানা কথা উঠে আসে শোভাযাত্রার মোটিভগুলোতে। বর্ণাঢ্য শোভাযাত্রাটি জেলা শহরের কুড়িগ্রাম সরোবরে গিয়ে শেষ হয়। এছাড়াও সেখানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি কুড়িগ্রাম ইকো পার্কে পুতুল নাচ, ভেলাকোপা গ্রামে লাঠি খেলা, পাঁচগাছির ভেলুর বাজারে ঘোড়া খেলাসহ দিন্যবাপী বর্ষবরণের নানা আয়োজন জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। তবে বিগত কয়েকবছর ধরে জেলায় বৈশাখী মেলা না হওয়ায় কিছুটা অখুশি দেখা যায় জেলা শহরের বাসিন্দাদের মধ্যে।

জেলা শহরের বাসিন্দা হামিদুল হক বলেন, ‘প্রতিবছর কুড়িগ্রামে ধুম-ধাম করে বর্ষ বরণ হলেও, বিগত কয়েক বছর থেকে বৈশাখী মেলা হয় না, এটি হলে ভালো হতো।’

পুতুল নাচ দেখতে আসা জারা ইসলাম বলেন, ‘বাবার সঙ্গে প্রথম পুতুল নাচ দেখতে আসলাম, খুব ভালো লাগছে।’

হিজিবিজির সংগঠক রাজ্য জ্যোতি বলেন, ‘বর্ষ বরণের নানা আয়োজন কুড়িগ্রাম সরোবরে দিনব্যাপী চলবে। প্রশাসন থেকে সব ধরণের নিরাপত্তা দিচ্ছে।’

সম্পর্কিত নিবন্ধ