ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে পরিকল্পনায় ছিলেন ফাহমিদুল ইসলাম। কোচ হাভিয়ের কাবরেরাও তার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্প শেষে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ফেরেননি এই তরুণ ফুটবলার। জানা গেছে, তিনি ফিরে গেছেন ইতালিতে।

রোববার সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ দল ঢাকায় পৌঁছালেও সেই দলে ছিলেন না ফাহমিদুল। বয়সে তরুণ হওয়ায় তাকে আপাতত জাতীয় দলের মূল পরিকল্পনা থেকে সরিয়ে রাখছেন কোচ কাবরেরা। তবে ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলা এই মিডফিল্ডার এখনো বাফুফের নজরদারিতে রয়েছেন।

ফাহমিদুলের ফিরে যাওয়ার বিষয়ে দলের ম্যানেজার আমের খান বলেন, ‘সে ইতালি ফিরে গেছে। আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। আসলে ওর বয়স কম। ও এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ব হয়ে উঠেনি। ওকে আরও সময় দিতে হবে।’

এদিকে দলের জন্য আরেকটি দুঃসংবাদ হলো, ইনজুরির কারণে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলতে পারবেন না সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ। আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত থাকবেন এই দুই ফুটবলার।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রেকর্ড গড়ল অজিতের সিনেমা

তামিল সিনেমার দাপুটে অভিনেতা অজিত কুমার। তাকে নিয়ে পরিচালক আধিক রবিচন্দ্রন নির্মাণ করেছেন ‘গুড ব্যাড আগলি’। অ্যাকশন কমেডি ঘরানার সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। গত ১০ এপ্রিল বিশ্বের ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

চলতি বছরে ভারতের বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে ‘গুড ব্যাড আগলি’ (৫১.৫ কোটি রুপি)। দ্বিতীয় অবস্থানে রয়েছে তামিল ভাষার সিনেমা ‘বিদামুয়াচি’ (৪৮ কোটি রুপে)। এবার নতুন রেকর্ড গড়ল সিনেমাটি।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিনেতা হিসেবে যেমন রেকর্ড গড়েছেন, তেমনি ‘গুড ব্যাড আগলি’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্র শিল্পকে সাফল্যের স্বাদও এনে দিয়েছেন অজিত। মুক্তির পাঁচ দিনের মাথায় ‘ড্রাগন’ সিনেমার আয় ছাড়িয়ে গেছে। এটি চলতি বছরে মুক্তি পাওয়া সবচেয়ে আয় (লাইফটাইম: ১৫২ কোটি রুপি) করা তামিল সিনেমা।

আরো পড়ুন:

৩ দিনে অজিতের সিনেমার আয় ১৫৮ কোটি টাকা

কয়েক কোটি টাকার প্রস্তাব কেন ফেরালেন সামান্থা?

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘গুড ব্যাড আগলি’ সিনেমা মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করে ২৮.১৫ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ১৪.১ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ১৮.৬৫ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে ২১.২ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে ১৪.৫ কোটি রুপি (নিট)। যার মোট আয় দাঁড়িয়েছে ৯৬.৬ কোটি রুপি (নিট)। ভারতে এখন পর্যন্ত আয় করেছে ১১৯.৭৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৫২.১৫ কোটি রুপি (গ্রস)। ৫ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট দাঁড়িয়েছে ১৭১.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৪২ কোটি ৫০ লাখ টাকার বেশি)।

তা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অর্জুন দাস, প্রভু, সুনীল, জ্যাকি শ্রফ, যোগী বাবু, প্রিয়া প্রকাশ প্রমুখ। মিথরি মুভিজ মেকারের ব্যানারে নির্মিত হয়েছে ‘গুড ব্যাড আগলি’। এতে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ