ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে পরিকল্পনায় ছিলেন ফাহমিদুল ইসলাম। কোচ হাভিয়ের কাবরেরাও তার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্প শেষে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ফেরেননি এই তরুণ ফুটবলার। জানা গেছে, তিনি ফিরে গেছেন ইতালিতে।

রোববার সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ দল ঢাকায় পৌঁছালেও সেই দলে ছিলেন না ফাহমিদুল। বয়সে তরুণ হওয়ায় তাকে আপাতত জাতীয় দলের মূল পরিকল্পনা থেকে সরিয়ে রাখছেন কোচ কাবরেরা। তবে ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলা এই মিডফিল্ডার এখনো বাফুফের নজরদারিতে রয়েছেন।

ফাহমিদুলের ফিরে যাওয়ার বিষয়ে দলের ম্যানেজার আমের খান বলেন, ‘সে ইতালি ফিরে গেছে। আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না। আসলে ওর বয়স কম। ও এখনও জাতীয় দলে খেলার জন্য পরিপক্ব হয়ে উঠেনি। ওকে আরও সময় দিতে হবে।’

এদিকে দলের জন্য আরেকটি দুঃসংবাদ হলো, ইনজুরির কারণে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলতে পারবেন না সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ। আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত থাকবেন এই দুই ফুটবলার।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

হোয়াটসঅ্যাপে যোগ করা যাবে ইনস্টাগ্রাম প্রোফাইল

হোয়াটসঅ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল লিংক যুক্তের সুযোগ চালু করতে যাচ্ছে মেটা। এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকেই সেই ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তথ্য অন্যরা দেখতে পারবেন। এরই মধ্যে আইওএস অপারেটিং সিস্টেমের ২৫.৭.১০.৭০ বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে সুবিধাটি যুক্ত করেছে মেটা।

হোয়াটসঅ্যাপের সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, হোয়াটসঅ্যাপের টেস্টফ্লাইট বেটা প্রোগ্রামের আওতায় প্রাথমিকভাবে নির্দিষ্ট আইফোন ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক যুক্তের সুযোগ চালু করা হয়েছে। সুবিধাটি আনুষ্ঠানিকভাবে চালু হলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সহজেই নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক যোগ করতে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে হোয়াটসঅ্যাপে পরিচিত ব্যক্তিরা সহজেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তথ্য জানতে পারবেন।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে ভিডিও কলে নতুন সুবিধা আসছে১৩ মার্চ ২০২৫

নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ সেটিংসে ‘সোশ্যাল মিডিয়া প্রোফাইল’ অপশন দেখা যাবে। অপশনটি নির্বাচনের পর ইনস্টাগ্রামের ইউজার নেম লিখে সেভ করলেই সেটি হোয়াটসঅ্যাপের চ্যাট ইনফোতে যুক্ত হয়ে যাবে। চাইলে কোন কোন ব্যক্তি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল দেখতে পাবেন, তা-ও নির্ধারণের সুযোগ মিলবে।

সূত্র: টেকলুসিভ

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে বার্তা ও ছবি নিরাপদ রাখতে ব্যবহার করতে হবে এই ৫ সুবিধা১১ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ