রাজধানীর ডেমরায় মীরপাড়া সিএনজি পাম্পের সামনে বাসের ধাক্কায় মোহাম্মদ ওবায়দুর রহমান (২৭) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে । পরে পথচারীরা আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী জীবন মিয়া জানান, ডেমরা মীরপাড়া সিএনজি পাম্প এলাকায় ওয়াসিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাইককে পিছন থেকে ধাক্কা দেয় এতে রাস্তার পাশে পড়েগিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত জানান।

নিহতের ভাই মোহাম্মদ কেফায়েতুল্লাহ আজ সকাল সোয়া ১০ টার দিকে ( মেক) হাসপাতা লের  জরুরি বিভাগে এসে বর ভায়ের লাশ সনাক্ত করেন। তিনি বলেন, “আজ সকালে যাত্রাবাড়ী বাসা থেকে বের হয়ে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় এ দুর্ঘটনার কবলে পড়ে। পরে আমরা ট্রাফিক পুলিশ সার্জেন্টের মাধ্যমে খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে ভাই এরা লাশ শনাক্ত করি। আমাদের বাসা যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণপাড়া মুন্সিবাড়ি এলাকায়। আমাদের বাবা মুন্সী আব্দুর রউফ।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

ঢাকা/বুলবুল/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে সাইদুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে উপজেলার বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে ঘটনাটি ঘটে। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া সাইদুল ইসলাম একই গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।

আরো পড়ুন:

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পুলিশ জানায়, আজ ভোরে বাড়ির উঠনে থাকা টিউবওয়েলের কাছে যান সাইদুল। এসময় ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাত হলে তিনি মাটিতে পরে যান। পরে পরিবারের লোকজন তাকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।

ওসি জাহিদুল হক বলেন, “আজ ভোরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনের সামনে ঘটনাটি ঘটায় তারা মরদেহের ময়নাতদন্ত চাননি। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/মনোয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ