দলের সঙ্গে ঢাকায় আসেননি ফাহামিদুল, ফিরে গেছেন ইতালিতে
Published: 18th, March 2025 GMT
সৌদি আরবে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প শেষে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু সৌদি আরব থেকে দলের সঙ্গে ঢাকায় না এসে ইতালির বিমান ধরেছেন ফাহামিদুল ইসলাম। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের দল থেকে বাদ পড়াতেই ইতালি ফিরে গেছেন ফাহামিদুল। ফাহামিদুলের বাদ পড়ার খবর আজ প্রথম আলোকে নিশ্চিত করেছেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান।
কোচ হাভিয়ের কাবরেরার পছন্দের প্রাথমিক তালিকায় ছিলেন ফাহামিদুল। দল ঘোষণার দিন তাঁকে নিয়ে আশার কথাও শুনিয়েছিলেন স্প্যানিশ এই কোচ। শেষ পর্যন্ত তাঁকে রাখা হলো না। ফাহামিদুলকে বাদ দেওয়ার কারণ হিসেবে আমের বলেন, ‘সৌদি আরবে আমরা ২৮ জন নিয়ে গিয়েছিলাম। কিন্তু ভারতের বিপক্ষে স্কোয়াড হবে ২৩ জনের। যদ্দুর জানি, ভারত ম্যাচের জন্য কোচের যা পরিকল্পনা, তাতে ফাহামিদুল যায় না।’
অনুশীলন ম্যাচ তাঁকে খেলানো হয়েছে। কোচ মনে করছেন, তাঁর চেয়ে ভালো খেলোয়াড় দলে আছে। কোচ তাঁকে লেফট ব্যাকে খেলিয়েছেন, লেফট উইংয়ে খেলিয়েছেন। কোচের খেলার ধরনটা সম্ভবত সে ধরতে পারেনি।আমের খান, জাতীয় ফুটবল দলের ম্যানেজার বাংলাদেশ ফুটবল দলের সতীর্থদের সঙ্গে ফাহামিদুল (বাঁ থেকে ২য়).উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল দল
এছাড়াও পড়ুন:
সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে সাইদুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে উপজেলার বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে ঘটনাটি ঘটে। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া সাইদুল ইসলাম একই গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।
আরো পড়ুন:
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
পুলিশ জানায়, আজ ভোরে বাড়ির উঠনে থাকা টিউবওয়েলের কাছে যান সাইদুল। এসময় ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাত হলে তিনি মাটিতে পরে যান। পরে পরিবারের লোকজন তাকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।
ওসি জাহিদুল হক বলেন, “আজ ভোরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনের সামনে ঘটনাটি ঘটায় তারা মরদেহের ময়নাতদন্ত চাননি। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/মনোয়ার/মাসুদ