সৌদি আরবে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প শেষে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু সৌদি আরব থেকে দলের সঙ্গে ঢাকায় না এসে ইতালির বিমান ধরেছেন ফাহামিদুল ইসলাম। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের দল থেকে বাদ পড়াতেই ইতালি ফিরে গেছেন ফাহামিদুল। ফাহামিদুলের বাদ পড়ার খবর আজ প্রথম আলোকে নিশ্চিত করেছেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান।

কোচ হাভিয়ের কাবরেরার পছন্দের প্রাথমিক তালিকায় ছিলেন ফাহামিদুল। দল ঘোষণার দিন তাঁকে নিয়ে আশার কথাও শুনিয়েছিলেন স্প্যানিশ এই কোচ। শেষ পর্যন্ত তাঁকে রাখা হলো না। ফাহামিদুলকে বাদ দেওয়ার কারণ হিসেবে আমের বলেন, ‘সৌদি আরবে আমরা ২৮ জন নিয়ে গিয়েছিলাম। কিন্তু ভারতের বিপক্ষে স্কোয়াড হবে ২৩ জনের। যদ্দুর জানি, ভারত ম্যাচের জন্য কোচের যা পরিকল্পনা, তাতে ফাহামিদুল যায় না।’

অনুশীলন ম্যাচ তাঁকে খেলানো হয়েছে। কোচ মনে করছেন, তাঁর চেয়ে ভালো খেলোয়াড় দলে আছে। কোচ তাঁকে লেফট ব্যাকে খেলিয়েছেন, লেফট উইংয়ে খেলিয়েছেন। কোচের খেলার ধরনটা সম্ভবত সে ধরতে পারেনি।আমের খান, জাতীয় ফুটবল দলের ম্যানেজার বাংলাদেশ ফুটবল দলের সতীর্থদের সঙ্গে ফাহামিদুল (বাঁ থেকে ২য়).

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল দল

এছাড়াও পড়ুন:

মিরপুর প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম এই অভিযান পরিচালনা করেন। 

অভিযানে মিরপুর প্যারিস মাঠের অবৈধভাবে আয়োজন করা মেলার সব স্টল ও রাইড গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে অন্তত ১৫০টি স্টল উচ্ছেদ করা হয়।

অভিযানকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, আমরা জানতে পারি মিরপুর প্যারিস রোড মাঠে বিনা অনুমতিতে অবৈধভাবে মেলাটি চলছিল। বৈধ অনুমতি না থাকায় মেলার সব স্টল ও রাইড উচ্ছেদ করে মাঠটি দখলমুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, ডিএনসিসি এলাকায় অনুমতি ব্যতীত মাঠ, পার্ক দখল করে মেলা আয়োজনের কোন সুযোগ নেই। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/আসাদ/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ