তিন জেলায় তিন খুন, রহস্য উদঘাটনে ছোটকাকু মুন্সিগঞ্জে
Published: 18th, March 2025 GMT
বরাবরের মতো এবারের ঈদ অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে আসছে ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ ‘মিশন মুন্সিগঞ্জ’। ফরিদুর রেজা সাগর-এর লেখা ছোটকাকু জনপ্রিয় গোয়েন্দা সিরিজ। অভিনেতা নির্মাতা আফজাল হোসেন নির্মাণ করেন টেলিভিশন নাটক। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা১০ মিনিটে প্রচার হবে প্রথম পর্ব।
ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন ৬টা ১০ মিনিটে চ্যানেল আইতে দেখা যাবে এ সিরিজটি। দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খুনের সংবাদে বিচলিত হন ছোটকাকু। ঢাকায় খুন হলেন উকিল, দ্বিতীয় খুন লালমনিরহাটে, একজন চিকিৎসক, তৃতীয় খুনটা হল ফেনীতে। একজন রাজনীতিবিদ। মজার ব্যাপার হলো- তিনজনই এক সময় মুন্সিগঞ্জে ছিলেন। সব খুনের রহস্য উদঘাটনে ছোটকাকু ছুটে যান মুন্সিগঞ্জে। কাহিনী জট পাকিয়ে যায়।
সেই জট খুলতেই ছোটকাকুর মিশন মুন্সিগঞ্জ। মিশন মুন্সিগঞ্জ ধারাবাহিকটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এবারের ছোটকাকু সিরিজের নাম দেয়া হয়েছে চ্যাপ্টার টু। মিশন মুন্সিগঞ্জে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, ভাবনা, আফজাল হোসেন প্রমুখ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বরিশালে চুরির অভিযোগে দুই তরুণকে নির্যাতনের ভিডিও ভাইরাল, একজন গ্রেপ্তার
ছবি: ভিডিও থেকে নেওয়া