বছরে দুই লাখ ডলারের কম আয় করা পরিবারের সদস্যদের জন্য টিউশন ফি মওকুফের ঘোষণা দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আর এক লাখ ডলারের কম আয়কারী পরিবারগুলোর জন্য হার্ভার্ড কিছু সহায়তা দেবে; এতে করে আবাসন, খাদ্য, ভ্রমণ ব্যয় এবং স্বাস্থ্যবিমার খরচও বহন করবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই এ সুযোগ পাবেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলছেন, এ পদক্ষেপের লক্ষ্য হলো ৩৮৮ বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ‘আগের যেকোনো সময়ের চেয়ে শিক্ষার্থীর কাছে বেশি’ করে সাশ্রয়ী করে তোলা।

আরও পড়ুনইউনেসকোতে ১৪ ক্যাটাগরিতে ইন্টার্নশিপ, বয়স ২০ হলেই আবেদন ৪ ঘণ্টা আগে

হার্ভার্ডের সভাপতি অ্যালান গার্বার বলেছেন, হার্ভার্ডকে আরও বেশি ব্যক্তির আর্থিক নাগালের মধ্যে রাখার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সব শিক্ষার্থীর অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির পরিসর আরও বিস্তৃত করে তাঁদের বৌদ্ধিক এবং ব্যক্তিগত বিকাশ বৃদ্ধি পাবে। তিনি বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া এই নীতি ‘প্রত্যেক ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর জন্য হার্ভার্ডে পড়াশোনাকে সম্ভব করে তুলতে’ সাহায্য করবে।

আরও পড়ুনবিনা মূল্যে আইটি প্রশিক্ষণে নতুন বিজ্ঞপ্তি, ২ লাখ টাকার কোর্স শেষে কর্মসংস্থান, যাদের সুযোগ১৬ মার্চ ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্ববিদ্যালয়ের তহবিলকে লক্ষ্য বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তির (ডিইআই) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কারণে এ পথে হাঁটছে হার্ভার্ড।
মধ্যম আয়ের পরিবারের সদস্যদের কাছে হার্ভার্ডকে আরও সাশ্রয়ী করে তোলার লক্ষ্যেই এমন পদক্ষেপ নিয়েছে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি। আইভি লিগ স্কুল জানিয়েছে যে এ পদক্ষেপের ফলে প্রায় ৮৬ শতাংশ মার্কিন পরিবার বা পরিবারের সদস্যরা চাইলে হার্ভার্ডে পড়াশোনার সুযোগ পাবেন। মার্কিন আদমশুমারি অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর বছরে গড় আয় ছিল ৮০ হাজার ডলার।

ফাইল ছবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র র র জন য

এছাড়াও পড়ুন:

ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন

জাপানের কানসাইয়ের ওসাকায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ এর বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেছেন টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান।

শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে আব্দুর রহিম খান বলেন, ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে রপ্তানি পণ্যের প্রদর্শন বিশ্বব্যাপী আমাদের দেশের ব্যাপক পরিচিতি এনে দেবে এবং আমাদের দেশের পণ্যের প্রতি বিদেশি ক্রেতারা আরো বেশি আকৃষ্ট হবে।

ছয় মাস ব্যাপী বিশ্বের অন্যতম বৃহৎ এ এক্সপোতে বিশ্বের ১৬৫টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলোর ব্যবসায়ী এবং ক্রেতাদের জন্য ওয়ার্ল্ড এক্সপো অপূর্ব সুযোগ তৈরি করতে সক্ষম হবে বলে আয়োজকরা ধারণা করছেন। শনিবার ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

প্যাভিলিয়ন উদ্বোধনকালে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও জাপানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে মোট আঠারোটি জোনে বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি পণ্য প্রদর্শিত হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৪ এপ্রিল ২০২৫)
  • বেসরকারি ব্যাংকে নিয়োগ, আবেদন ২০ এপ্রিল পর্যন্ত
  • বিকল্প ব্যবস্থায় বাংলাদেশিদের ভিসা দেবে রোমানিয়া
  • আজ টিভিতে যা দেখবেন (১৩ এপ্রিল ২০২৫)
  • বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন প্রীতি চক্রবর্তী
  • ২০২৫ সালে বিশ্বের সেরা ১০ বিমানবন্দর
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজাস্টার ম্যানেজেমেন্টে প্রফেশনাল মাস্টার্স, লিখিত পরীক্ষায় ভর্তির সুযোগ
  • প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি, ছয়টি পদে নেবে ৩৩ জন
  • ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন 
  • ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন