Risingbd:
2025-03-18@09:31:51 GMT

‘কুইন অব দ্য ইয়ার’ জয়া

Published: 18th, March 2025 GMT

‘কুইন অব দ্য ইয়ার’ জয়া

আজ রাতে কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে বসতে যাচ্ছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার অষ্টম আসর। তার আগে একই ভেন্যুতে গতকাল অনুষ্ঠিত হয় ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। প্রথমবার আয়োজিত এ অনুষ্ঠানে বাজিমাত করেছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান।

জাঁকজমকপূর্ণ এ আসরে ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন জয়া আহসান। পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন জয়া। পুরস্কার হাতে তোলা অনেকগুলো ছবিও পোস্ট করেছেন তিনি।

এসব ছবিতে দেখা যায়, রেড কার্পেটে জলপাই রঙের সাইনি সিল্ক হাইস্লিট গাউনে সেজেছেন জয়া। জানা যায়, তার পোশাকটি ডিজাইন করেছেন বাংলাদেশের সানায়া চৌধুরী।

আরো পড়ুন:

জয়া আহসান আমাদের প্রত্যাশা পূরণ করেছেন: আশফাক নিপুণ

বেনারসিতে নজরকাড়া জয়া

পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে জয়া আহসান লেখেন, “এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা। ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।’

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন আহস ন

এছাড়াও পড়ুন:

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ নারী আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় এক নারী চোরাকারবারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে দৌলতপুর সীমান্তের আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোছাঃ জালেমা বেগম (৪৫) নামের এক নারী চোরাকারবারীকে আটক করা হয়। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রেফায়েতপুর গ্রামের বাসিন্দা ও হারিস মন্ডলের মেয়ে। তার কাছ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মোহাম্মদপুর গ্রামের খেজমত আলীর ছেলে মোঃ সুবেল (৩০) পালিয়ে যায়। আটক নারীকে মামলার পর দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার প্রাগপুর সীমান্তের জামালপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ০.৬৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পাশাপাশি মথুরাপুর সীমান্ত থেকে ২ কেজি ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেল এবং কাথুলী বিওপি সীমান্ত এলাকা থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ ১৬ হাজার টাকা। বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছে সংস্থাটি।
 

সম্পর্কিত নিবন্ধ