প্রথম আলো :

শুটিংয়ের পর মুক্তি পেতে দেরি হলে মন খারাপ হয় কি না?

প্রতিটা কাজের পেছনে আলাদা নিবেদন থাকে। সেই কাজটা নিয়ে একটা আশা নিয়ে বসে থাকি। একটা কাজ এক সময়ের জন্য করলাম, সেটা সেই সময়ে প্রচারিত হলো না, তখন মন খারাপ হয়। ইদানীং এই সমস্যা বেশি হচ্ছে। অনেক অভিনয়শিল্পীর কাজই মুক্তি পাচ্ছে না। যত দূর শুনেছি, স্পনসর সমস্যার কারণে। এখানে তো আসলে আমাদের কোনো হাত নেই।

প্রথম আলো :

পরিচালকের সঙ্গে ভালো বন্ধুত্ব কিন্তু তাঁর চিত্রনাট্য পছন্দ হচ্ছে না, এ ক্ষেত্রে কীভাবে না করেন?

বাধ্য হয়ে আমি খুব একটা কাজ করিনি। পরিচালকদের সঙ্গে সেভাবে বন্ধুত্ব গড়ে ওঠেনি, সবার সঙ্গে আমার পেশাগত সম্পর্ক।

অভিনেত্রী মারিয়া শান্ত। ছবি: ইনস্টাগ্রাম.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইসির কর্মীদের আগামীকালের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত

নির্বাচন কমিশনের কর্মকর্তা–কর্মচারীদের পূর্বঘোষিত কর্মসূচি ‘অপারেশনাল হল্ট’ (কর্মবিরতি) স্থগিত করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের কাছে রাখার দাবিতে আগামীকাল বুধবার এই কর্মসূচি পালন করার কথা ছিল। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘আমাদের দাবি নিয়ে ইসি তৎপর রয়েছে। সরকারের কাছে ও ঐকমত্য কমিশনে চিঠি পাঠিয়েছি, এনআইডি ইসির অধীনে থাকা উচিত। ইসি সচিবালয়ের সিনিয়র সচিবও আশ্বস্ত করেছেন। এ জন্য সাধারণের সার্বিক সেবার কথা বিবেচনা করে ও আশ্বাসে বুধবারের অপারেশনাল হল্ট কর্মসূচি স্থগিত করেছি আমরা।’

দাবি পূরণের প্রক্রিয়া বিলম্বিত হলে আগামী দিনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান।

অন্তর্বর্তী সরকার জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্টের সেবা নিয়ে স্বতন্ত্র একটি কমিশন করার উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে এনআইডি সেবা নিজেদের হাতে রাখতে কর্মসূচি পালন করছেন ইসির কর্মকর্তারা। ৫ মার্চ তাঁরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেন এবং কিছু সময় তাঁর কার্যালয়ের সামনে অবস্থান করেন।

সম্পর্কিত নিবন্ধ