গাইবান্ধায় ১০ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিষা শেখ নামে পঁচাত্তর বছরের বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৭ মার্চ) বিকেলে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রাম থেকে বিষা শেখকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত বিষা শেখ হরিচন্ডিপুর গ্রামের মৃত হোসেন মুন্সি ওরফে খছর মিয়ার ছেলে। 

এর আগে, সোমবার দুপুর ২টার দিকে হরিচন্ডিপুর গ্রামে নিজের জমিতে ওই শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বিষা শেখ। 

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘‘শিশুটির বয়স ১০ বছর। স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। দুপুরে শিশুটিকে কৌশলে ডেকে নেয় বিষা শেখ। পরে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি শিশুর পরিবার ও স্থানীয়রা জানতে পেরে আমাদের খবর দেন। আমরা অভিযান চালিয়ে বিষা শেখকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছি।’’

‘‘জিজ্ঞাসাবাদে বিষা শেখ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটি বর্তমানে মা ও বাবাসহ থানায় পুলিশ হেফাজতে রয়েছে।’’ বলেন হাফিজুর রহমান। 

আজ মঙ্গলবার সকালে শিশুটির ডাক্তারী পরীক্ষার হবে বলেও জানান তিনি।  

এ দিকে, ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলছেন, একজন বৃদ্ধ ব্যক্তির দ্বারা শিশু ধর্ষণের ঘটনা কোনভাবে মেনে নেওয়া যায় না। এ ধরনের  অপরাধের যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য অভিযুক্তের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। 

মাসুম//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বছর র

এছাড়াও পড়ুন:

অলকার গানের ভক্ত লাদেন, শিল্পী কী বললেন?

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক। তার গায়কির প্রেমে পড়েননি এমন শ্রোতা খুঁজে পাওয়া মুশকিল। মজার ব্যাপার হলো— অলকার গানের ভক্ত ছিলেন আল–কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেন।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপনে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করেন যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিলের সদস্যরা। লাদেনের বাড়ি থেকে জব্ধ কম্পিউটারে ভারতের কয়েকজন জনপ্রিয় গায়িকার গান পাওয়া যায়। এ তালিকায় রয়েছেন— উদিত নারায়ণ, কুমার শানু ও অলকা ইয়াগনিক।

তারপরই খবর চাউর হয়, ওসামা বিন লাদেন অলকা ইয়াগনিকের বড় ভক্ত ছিলেন। তার কম্পিউটারে অলকার ১০০টিরও বেশি গানের রেকর্ডিং ছিল। পরবর্তীতে বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছিলন অলকা।

আরো পড়ুন:

কেন প্রেমে পড়লেন গৌরি-আমির?

আমিরের গোপন প্রেম কেউ কেন টের পায়নি?

ছয় বছর আগে প্রযোজক অনু রঞ্জনকে সাক্ষাৎকার দেন অলকা ইয়াগনিক। এই আলাপচারিতায় ওসামা বিন লাদেনের ব্যাপারটি নিয়ে কথা বলেন অলকা। পুরোনো সেই সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ নতুন করে ভাইরাল হয়েছে।

প্রতিক্রিয়া জানিয়ে অলকা ইয়াগনিক বলেন, “এটা কি আমার দোষ? ওসামা বিন লাদেন যাই করুক না কেন, তার ভেতরে শিল্পী সত্ত্বা থাকতে পারে। আমার গানগুলো হয়তো তার ভালো লেগেছে।”

এ আলাপচারিতায় ভারতীয় সংগীতাঙ্গনের রাজনীতি নিয়েও কথা বলেন অলকা। এ তারকা শিল্পী বলেন, “প্রত্যেকটি কাজের মাঝে রাজনীতি বিদ্যমান। আমার কাছ থেকে অনেক গান কেড়ে নেওয়া হয়েছিল। আমার সমসাময়িক একজন আমার সঙ্গে খুব নোংরা রাজনীতি করেছেন। আমি একটি গানের মহড়া করেছিলাম। পরে জানতে পারি সিনিয়র একজন গানটি গেয়েছেন।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ