ফুটবল মাঠে প্রায়ই দেখা যায় ব্যতিক্রমী সব ঘটনা। তবে এবার যা ঘটেছে, তা যেন বিস্ময়করই বটে। জীবিত একজন সাবেক খেলোয়াড়কে মৃত ভেবে এক মিনিট নীরবতা পালন করেছে বুলগেরিয়ান ক্লাব আরদা কারজালি।

গত রোববার লেভস্কি সোফিয়ার বিপক্ষে ম্যাচের আগে সাবেক ফুটবলার পেতকো গানচেভের মৃত্যুতে শোক জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে আরদা কারজালির খেলোয়াড় ও কর্মকর্তারা। প্রতিপক্ষ দল লেভস্কির খেলোয়াড়রাও এতে অংশ নেন। এরপর শুরু হয় ম্যাচ। তবে ম্যাচ চলাকালীনই ঘটে নাটকীয় ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজেই জানান পেতকো গানচেভ—তিনি সুস্থ ও জীবিত রয়েছেন! এতে চমকে ওঠে ফুটবল মহল।

ঘটনার পরপরই বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করে আরদা কারজালি। ক্লাব জানায়, ‘আরদা ম্যানেজমেন্ট সাবেক খেলোয়াড় পেতকো গানচেভ ও তার পরিবারের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। আমরা তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য পেয়েছিলাম। গানচেভের দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি এবং আশা করি, তিনি আমাদের সাফল্য উপভোগ করবেন।’

আরদার এই বিব্রতকর ভুলের দিন লেভস্কির বিপক্ষে ম্যাচটা তারা ড্র করেছে ১-১ গোলে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল ফ টবল

এছাড়াও পড়ুন:

ধোনির বুড়ো হাড়ের ভেলকি

বিজয় শঙ্কর ১৫তম ওভারের শেষ বলে আউট হওয়ার পর জয়ের জন্য ৩০ বলে ৫৬ রান দরকার ছিল চেন্নাই সুপার কিংসের। হাতে ৫ উইকেট। এমন সময় সাতে ব্যাটিংয়ে নামলেন মহেন্দ্র সিং ধোনি। দেখালেন বুড়ো হাড়ের ভেলকি। ১১ বলে করলেন অপরাজিত ২৬। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ১৬৬ রান তাড়া করতে নেমে চেন্নাইও ম্যাচটা জিতল হেসেখেলে। ৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে চেন্নাই।

আরও পড়ুনপিএসএলে বিধ্বংসী সেঞ্চুরি করে পেলেন চুল শুকানোর মেশিন১ ঘণ্টা আগে

জয়ের জন্য শেষ ওভারে ৫ রান দরকার ছিল চেন্নাইয়ের। রান তাড়াটা এমন সহজ হয়ে আসার কারণ ষষ্ঠ উইকেটে ধোনি ও দুবের ২৮ বলে অবিচ্ছন্ন ৫৮ রানের জুটি। যেখানে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা দুবের অবদান ১৭ বলে ২৬ আর ৪৩ বছর বয়সী ধোনির অবদান ১১ বলে ২৬! এর মধ্যে ১৭তম ওভারের শেষ বলে শার্দুল ঠাকুরকে এক হাতে মারা ধোনির ছক্কাটি চেন্নাই সমর্থকদের মনে থাকবে বহুদিন। ম্যাচ শেষ করে আসায় কিংবদন্তি হয়ে ওঠা এই ধোনিকে পুরোনো চেহারায় দেখে নিশ্চয়ই খুশি হবেন চেন্নাইয়ের সমর্থকেরা।

জয়ের পর লক্ষ্ণৌর খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছেন ধোনি

সম্পর্কিত নিবন্ধ