আগুনে আটকে পড়াদের রক্ষা করতে গিয়ে তরুণ ফুটবলারের মৃত্যু
Published: 18th, March 2025 GMT
উত্তর মেসিডোনিয়ার কোচানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ২৫ বছর বয়সী ফুটবলার আন্দ্রেজ লাজারভ। সোমবার (১৭ মার্চ) রাতে একটি নৈশ ক্লাবে আগুন লাগার পর ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারে এগিয়ে যান এই তরুণ ফুটবলার। কিন্তু নিজেই আর ফেরেননি জীবিত।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইন জানিয়েছে, ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১৫৫ জন। আন্দ্রেজ লাজারভ ছিলেন উত্তর মেসিডোনিয়ার শীর্ষ লিগের ক্লাব এফসি স্কোপাইয়ের একজন মিডফিল্ডার।
লাজারভের ক্লাব স্কোপাই এক শোকবার্তায় জানিয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের খেলোয়াড় আন্দ্রেজ লাজারভ কোচানির ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন। আগুনে আটকে পড়াদের বাঁচাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তার এই সাহসিকতা ও মানবিকতা চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।’
জানা গেছে, ওই রাতে কোচানির পালস ক্লাবে পারফর্ম করছিল উত্তর মেসিডোনিয়ার জনপ্রিয় হিপহপ ব্যান্ড ডিএনকে। স্থানীয় সংবাদ সংস্থা মিয়া.
Rest in Peace, Andrej Lazarov. ????️ pic.twitter.com/XecvDvWkef
— Football Macedonia (@MacedonianFoot_) March 16, 2025ফুটবলে লাজারভের পথচলা শুরু জাতীয় দলের বয়সভিত্তিক দলে, উত্তর মেসিডোনিয়ার অনূর্ধ্ব–১২ দলে খেলেছেন তিনি। গত বছর সেপ্টেম্বরে এফসি স্কোপাইয়ে যোগ দেন। এর আগে খেলেছেন জিএফকে টিকভেশ এবং ক্রোয়েশিয়ার ক্লাব এনকে রুডেসেও।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ব্রিটিশ থেকে মঙ্গল সাম্রাজ্য, পৃথিবীর ওপর ছড়ি ঘুরিয়েছিল যারা
ছবি: সংগৃহীত