উত্তর মেসিডোনিয়ার কোচানিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ২৫ বছর বয়সী ফুটবলার আন্দ্রেজ লাজারভ। সোমবার (১৭ মার্চ) রাতে একটি নৈশ ক্লাবে আগুন লাগার পর ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারে এগিয়ে যান এই তরুণ ফুটবলার। কিন্তু নিজেই আর ফেরেননি জীবিত।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল অনলাইন জানিয়েছে, ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১৫৫ জন। আন্দ্রেজ লাজারভ ছিলেন উত্তর মেসিডোনিয়ার শীর্ষ লিগের ক্লাব এফসি স্কোপাইয়ের একজন মিডফিল্ডার।
লাজারভের ক্লাব স্কোপাই এক শোকবার্তায় জানিয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের খেলোয়াড় আন্দ্রেজ লাজারভ কোচানির ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা গেছেন। আগুনে আটকে পড়াদের বাঁচাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। তার এই সাহসিকতা ও মানবিকতা চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।’

জানা গেছে, ওই রাতে কোচানির পালস ক্লাবে পারফর্ম করছিল উত্তর মেসিডোনিয়ার জনপ্রিয় হিপহপ ব্যান্ড ডিএনকে। স্থানীয় সংবাদ সংস্থা মিয়া.

এমকে জানায়, এ ঘটনায় ব্যান্ডের মূল গায়ক আন্দ্রেস জর্জিওস্কিসহ আরও কয়েকজন শিল্পী—চিত্রগ্রাহক, ড্রামার ও কি–বোর্ড বাদক আগুনে প্রাণ হারিয়েছেন।

Rest in Peace, Andrej Lazarov. ????️ pic.twitter.com/XecvDvWkef

— Football Macedonia (@MacedonianFoot_) March 16, 2025

ফুটবলে লাজারভের পথচলা শুরু জাতীয় দলের বয়সভিত্তিক দলে, উত্তর মেসিডোনিয়ার অনূর্ধ্ব–১২ দলে খেলেছেন তিনি। গত বছর সেপ্টেম্বরে এফসি স্কোপাইয়ে যোগ দেন। এর আগে খেলেছেন জিএফকে টিকভেশ এবং ক্রোয়েশিয়ার ক্লাব এনকে রুডেসেও।

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল র ফ টবল

এছাড়াও পড়ুন:

ভারতে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত সন্দেহভাজন নীরব মোদির সহযোগী চোকসি বেলজিয়ামে গ্রেপ্তার

ভারতের পলাতক জুয়েলারি ব্যবসায়ী মেহুল চোকসি বেলজিয়ামে গ্রেপ্তার হয়েছেন। ভারতের অন্যতম বড় ব্যাংক জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য প্রকাশ্যে আসার সাত বছর পর তাঁকে গ্রেপ্তার করা হলো। আজ সোমবার তাঁর আইনজীবী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তিনি মুক্তি পেতে আদালতে আপিল করবেন।

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারত সরকার চোকসিকে গ্রেপ্তারের আগেই তাঁকে প্রত্যর্পণের জন্য বেলজিয়াম সরকারের কাছে অনুরোধ পাঠিয়েছিল।

সম্পদের দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক হচ্ছে রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি)। ২০১৮ সালে এই ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছিল, মুম্বাইয়ের একটি শাখা থেকে প্রতারণার মাধ্যমে চোকসি ১৮০ কোটি মার্কিন ডলার হাতিয়ে নিয়েছেন বলে তথ্যপ্রমাণ পাওয়া গেছে।

ব্যাংকটি ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে একটি ফৌজদারি অভিযোগ জমা দিয়েছে। অভিযোগে ধনকুবের জুয়েলারি ব্যবসায়ী নীরব মোদি এবং তাঁর চাচা ও গীতাঞ্জলি জেমসের ব্যবস্থাপনা পরিচালক মেহুল চোকসিসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে বলা হয়, তাঁরা পিএনবির সঙ্গে প্রতারণা করেছেন।

ভারতের কেন্দ্রীয় পুলিশ চোকসি, নীরব মোদি এবং অন্যান্যের বিরুদ্ধে প্রতারণামূলক লেনদেনের সঙ্গে জড়িত সন্দেহে প্রতারণার অভিযোগ দায়ের করেছে। এসব লেনদেনে পিএনবির বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।

এই দুই হীরা কারবারি তাঁদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। ২০১৮ সালে চোকসি এক চিঠিতে বলেন, আগাম একটি ধারণা নিয়ে সংস্থাগুলো তদন্ত করছে এবং এর মাধ্যমে তারা বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে।

চোকসির আইনজীবী বিজয় আগরওয়াল আজ সোমবার রয়টার্সকে বলেন, তাঁর মক্কেল ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। তাঁর পালিয়ে যাওয়ার ঝুঁকি নেই—এই কারণ দেখিয়ে তাঁর মুক্তির জন্য আপিল করা হবে। তিনিও আরও বলেন, চোকসি বেলজিয়ামে কোনো অপরাধ করেননি।

নীরব মোদির বিরুদ্ধে পিএনবির মামলার বিস্তারিত প্রকাশ্যে আসার আগেই তিনি ২০১৮ সালের ভারত থেকে পালিয়ে যান। তিনিও ২০১৯ সালে যুক্তরাজ্যে গ্রেপ্তার হন এবং এখনো তিনি সেখানে আটক আছেন। যদিও এর মধ্যে তিনি একবার প্রত্যর্পণের আপিলে হেরেছেন।

মোদি বেলজিয়ামের হীরা প্রক্রিয়করণ কেন্দ্র হিসেবে পরিচিত আন্তওয়ার্পেনে বড় হয়েছেন। অর্থ কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসার আগে থেকেই চোকসি নিয়মিত ওই শহরে যাতায়াত করতেন।

মুম্বাইয়ের হীরা ব্যবসায়ীরা বলছেন, চোকসির আশ্রয় নেওয়ার আদর্শ জায়গা হতে পারত আন্তওয়ার্পেন। কারণ, তিনি সেখানে অনেককে চেনেন এবং সেখানে যাঁরা ব্যবসার সঙ্গে জড়িত, এমন অনেকের সঙ্গেও তাঁর সম্পর্ক রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ