যশোরে মীর সামিল সাকিব সাদী (৩৫) ওরফে খোঁড়া সাদী নামে এক যুবককে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে শহরের মুড়িব সড়কস্থ জয়তী সোসাইটির পেছনে তার ওপর হামলা হয়। নিহত সাদী একই এলাকার শওকত হোসেনের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে মোটরসাইকেলে চাচাতো ভাই রাকিবের সঙ্গে বাড়ি ফিরছিলেন সাদী। বাড়ির সামনে আগে থেকে অপেক্ষায় ছিলেন ট্যাটু সুমন ও মেহেদী। বাসার সামনে পৌঁছাতেই সুমন ও মেহেদী সাদীকে ছুরিকাঘাত করে। এসময় সাদীর বাইকে থাকা রাকিব ট্যাটু সুমনকে জড়িয়ে ধরেন। তখন হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে ও রাকিবকে আঘাত করে। তাদের ছোঁড়া গুলি সাদীর গলা ও বুকে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা সাদীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সাদীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে রাত ১টার দিকে সাদীর মৃত্যু হয়। মরদেহ যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।

আরো পড়ুন:

তাজকীর হত্যার রহস্য উন্মোচন করল পুলিশ

আদালতে স্বীকারোক্তি
মাগুরার সেই শিশুকে একাই ধর্ষণ করেছেন বোনের শ্বশুর

হাসপাতালে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‍“কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানতে পুলিশ তদন্ত করছে। নিহত সাদী সন্ত্রাসী ও যাদের নাম আসছে তারাও সন্ত্রাসী। সবার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের গ্রেপ্তারে অভিযানে শুরু করেছে পুলিশ।”

এলাকাবাসী জানান, ২০১৩ সালের ৯ ডিসেম্বর যশোর শহরের কোট মোড়ে হত্যার শিকার হন তৎকালীন জেলা ছাত্রদলের সহ-সভাপতি কবির হোসেন পলাশ। ওই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন সাদী বলে অভিযোগ রয়েছে। সেসময় মোটরসাইকেলে পালানোর সময় শহরের  পালবাড়ি ভাস্কর্য মোড়ে দুর্ঘটনার শিকার হন সাদী। ওই দুর্ঘটনায় তার এক পা কেটে ফেলতে হয়। পা হারিয়েও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন সাদী। 

ঢাকা/প্রিয়ব্রত/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য

এছাড়াও পড়ুন:

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

দেড় দশক পর ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক। বৈঠকে অংশ নিতে আজ বুধবার দুপুরে ঢাকা আসছেন আমনা বালুচ।

আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় ওই বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং পররাষ্ট্রসচিব আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন।

সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি হবে। মধ্যাহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আমনা বালুচ। রাতে তার সম্মানে রাজধানীর বারিধারায় বিশেষ নৈশভোজ হবে, যেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেবেন।

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রসচিব বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, সংযুক্তিসহ নানা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

সম্পর্কিত নিবন্ধ