হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটের বাড়ির উঠান লোকে লোকারণ্য। সংবাদমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড়। তা সামলে সোমবার সন্ধ্যায় ছেলে হামজা চৌধুরীকে নিয়ে সামনে আসেন মোর্শেদ দেওয়ান চৌধুরী। ১০ মিনিটের মতো সংবাদ সম্মেলনের বেশির ভাগ সময়ই কথা বলতে হয়েছে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজাকে। ছেলের উচ্ছ্বাস আর ভালোবাসা দেখে পাশে বসা বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরীর চোখ চল চল করছিল। আবেগে চোখের কোনে পানিও চলে আসে তাঁর। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ছেলে হামজা চৌধুরী লাল-সবুজের জার্সি গায়ে জড়াবেন।
স্বপ্নপূরণের উচ্ছাটা একটু বেশিই কাজ করছে মোর্শেদ দেওয়ান চৌধুরীর মধ্যে, ‘অবশ্যই স্বপ্নপূরণ হয়েছে। আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল হামজা যদি একদিন বাংলাদেশের হয়ে খেলতে পারে। আমি তো তাকে সেভাবে বলতে পারিনি। বাংলাদেশের মানুষ যে তাকে ভালোবাসে আমি সেগুলো তাকে দেখিয়েছি। সেও বাংলাদেশের মানুষকে ভালোবাসে। এক পর্যায়ে তার বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা জাগল। সেই ইচ্ছা থেকে দীর্ঘ প্রক্রিয়ার পর তার আশা পূরণ হয়েছে। আশা করছি, বাংলাদেশের হয়ে সে ভালো কিছু করতে পারবে। আর ২৫ তারিখের খেলায় আশা করি বাংলাদেশ জিতবে।’
হামজার আগমন সামনে রেখে বেশ কিছুদিন ধরেই কাজ করে যাচ্ছিলেন তাঁর বাবা মোর্শেদ। পুরো বাড়ি নতুন করে সাজিয়েছেন নিজের মতো করে। এত এত সংবাদমাধ্যম আর মানুষের উপস্থিতি দেখে নিজেদের গর্বিত মনে করছেন মোর্শেদ দেওয়ান, ‘আজ (সোমবার) আমার জন্য এটা অত্যন্ত গর্বের দিন। অনেক ভালো লাগা কাজ করছে। হামজা এই বাড়িতে এর আগে অনেকবার এসেছিল। তার স্ত্রী এই প্রথম এসেছে। সবাইকে পেয়ে আমার ভালো লাগছে।’
হামজার খেলা দেখতে পুরো পরিবার ভারতের শিলংয়ে যাবে। লাল-সবুজের জার্সিতে ছেলের প্রথম ম্যাচ খেলার সাক্ষী গ্যালারিতে বসেই হতে চান হামজার বাবা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভোররাতে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাইদুল ইসলাম (২৩)। বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানানা, মঙ্গলবার ভোররাতে দোয়ারাবাজার উপজেলায় ঝড়-বৃষ্টি হয়। ওই সময় সাহরি খাওয়ার জন্য বাড়ির উঠানের নলকূপে হাত ধুতে যান। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বজ্রপাতে একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।