কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল হক (৪৫) নামে এক পথচারী প্রাণ হারিয়েছেন। ফজলুল হক পেশায় একজন ছ মিল শ্রমিক ছিলেন।

সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে নাগেশ্বরী উপজেলার আশার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফজলুল হক আশার মোড় এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে।  

স্থানীয়রা জানান, ফজলুল হক বাজার থেকে রাস্তার পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় নাগেশ্বরীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা ফজলুল হককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যুর সংবাদ পেয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা/বাদশাহ্/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন গ শ বর

এছাড়াও পড়ুন:

ভোররাতে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাইদুল ইসলাম (২৩)। বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানানা, মঙ্গলবার ভোররাতে দোয়ারাবাজার উপজেলায় ঝড়-বৃষ্টি হয়। ওই সময় সাহরি খাওয়ার জন্য বাড়ির উঠানের নলকূপে হাত ধুতে যান। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বজ্রপাতে একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত নিবন্ধ