কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় ছ’মিল শ্রমিক নিহত
Published: 18th, March 2025 GMT
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল হক (৪৫) নামে এক পথচারী প্রাণ হারিয়েছেন। ফজলুল হক পেশায় একজন ছ মিল শ্রমিক ছিলেন।
সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে নাগেশ্বরী উপজেলার আশার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুল হক আশার মোড় এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে।
স্থানীয়রা জানান, ফজলুল হক বাজার থেকে রাস্তার পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় নাগেশ্বরীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা ফজলুল হককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যুর সংবাদ পেয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/বাদশাহ্/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নাচ–গান–কবিতায় গণসঙ্গীত সমন্বয় পরিষদের বর্ষবরণ
নাচ, গান, কবিতাসহ নানা আয়োজনে নতুন বাংলা বছরকে বরণ করেছে বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়’ শিরোনামে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি কাজী মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝর্ণা আলমগীর ও তারেক আলী।
আরও পড়ুনরমনা বটমূলে গান–কবিতা–উচ্ছ্বাসে ছায়ানটের বর্ষবরণ, বিভাজন ভাঙার প্রত্যয়৯ ঘণ্টা আগেগণসঙ্গীত সমন্বয় পরিষদের বর্ষবরণ অনুষ্ঠানে শিশু-কিশোরদের পরিবেশনা। ঢাকা, ১৪ এপ্রিল