হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় দ্রুতগতির ট্রাকচাপায় মুজিবুর রহমান (২৩) নামে এক যুবক পা হারিয়েছে।  যুবকটি তারকা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরীকে স্বাগত জানানোর শোডাউনে গিয়ে এই দুর্ঘটনায় পড়েন বলে জানিয়েছে পুলিশ। ট্রাকের চাপায় তরুণের পা দিখণ্ডিত হয়ে গেছে। একই দুর্ঘটনায় তারেক মিয়া (২২) নামেও আরেকজন আহত হন।

এই দুই যুবক মোটরসাইকেলে  হামজা চৌধুরীকে স্বাগত জানানোর শোডাউনে গিয়েছিলেন।

সোমবার (১৭ মার্চ) বিকেল ৩টার দিকে বাহুবল উপজেলার দিগাম্বর বাজারের নিকটে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

আহত মুজিবুর বাহুবলের ইজ্জতপুর গ্রামে ইদ্রিস আলীর ছেলে। তার সাথে যাওয়া স্নানঘাট এলাকার আজমান আলীর ছেলে তারেক মিয়াও (২২) একই দুর্ঘটনায় আহত হন।

স্থানীয়রা জানান, সোমবার ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে বাহুবলে আসেন। মোটরসাইকেলে ওই দুই যুবক তাকে স্বাগত জানানোর শোডাউনে গিয়েছিলেন। দিগাম্বর বাজারের পাশে কালিবাড়ি নামক স্থানে যাওয়ার পর দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় তারা আহত হন। এর মধ্যে মুজিবুরের ডান পা দিখণ্ডিত হয়ে গেছে। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মুজিবুরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তারেককে বাহুবলেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। তবে পুলিশ ওই দুই যুবকের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

ঢাকা/মামুন/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ব গত জ ন দ র ঘটন য় ব হ বল

এছাড়াও পড়ুন:

কষ্টার্জিত জয়ে রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা

লা লিগায় কষ্টার্জিত এক জয় তুলে নিয়ে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার রাতে লেগানেসের মাঠে স্বাগতিকদের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জিতে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে কাতালানরা। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে হ্যান্সি ফ্লিকের দল। ১২ ম্যাচে অপরাজিত থাকা বার্সার পয়েন্ট এখন ৭০। তাদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল এখনও তাদের চলতি রাউন্ডের ম্যাচ খেলেনি।

লেগানেসের বিপক্ষে ম্যাচটি সহজ ছিল না বার্সার জন্য। প্রথমার্ধে উভয় দলই গোলের সুযোগ তৈরি করলেও ফলাফল শূন্যই ছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বার্সেলোনা। ৪৮ মিনিটে রাফিনহার ক্রস রবার্ট লেভান্ডোভস্কির উদ্দেশে হলেও বল ক্লিয়ার করতে গিয়ে তা নিজেদের জালেই পাঠিয়ে দেন লেগানেস ডিফেন্ডার জর্জ সাএন্স।

এরপর লেগানেস একাধিকবার ম্যাচে ফেরার চেষ্টা করলেও সফল হতে পারেনি। একবার গোল পেয়েও তা বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। বার্সাও আরও একটি গোলের সুযোগ তৈরি করে, তবে লামিন ইয়ামাল শেষ মুহূর্তে লক্ষ্যভ্রষ্ট হন।

ম্যাচ শেষে বার্সা কোচ হানসি ফ্লিক বলেন, ‘এটা আমাদের জন্য খুব কঠিন ম্যাচ ছিল, কিন্তু জয়টা দারুণ গুরুত্বপূর্ণ। গত কিছু সপ্তাহে খেলোয়াড়রা যেভাবে খেলছে, তাতে আমি গর্বিত। আমাদের আরও উন্নতি করতে হবে, কিন্তু তিন পয়েন্টই সবচেয়ে বড় ব্যাপার।’

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত বার্সেলোনা আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলবে। প্রথম লেগে ৪-০ গোলে জয় পেয়েছিল ফ্লিকের দল। অন্যদিকে, অবনমনের শঙ্কায় থাকা লেগানেস ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

সম্পর্কিত নিবন্ধ