মেয়াদোত্তীর্ণ সাবান ব্যবহার করলে যেসব ক্ষতি
Published: 18th, March 2025 GMT
সাবান মেয়াদোত্তীর্ণ কিনা, এই বিষয়ে আমরা তেমন একটা নজর দিতে চাই না। কিন্তু চিকিৎসকেরা বলছেন, মেয়াদোত্তীর্ণ সাবান শরীরের নানা ক্ষতি করতে পারে। তিনটি লক্ষণ দেখে বোঝা যায় সাবান মেয়াদোত্তীর্ণ হয়েছে কিনা। ভারতীয় চিকিৎসক ডাঃ করুণা মালহোত্রা, কসমেটোলজিস্ট বলেন, ‘‘আপনার সাবানের বারটি ভালোভাবে খেয়াল করে দেখুন বিবর্ণ হয়ে গেছে কিনা। এ ছাড়া সাবানের সুগন্ধ কমে যাওয়া এবং এতে ছত্রাকের লক্ষণ দেখা দেওয়া- এ সবই সাবান মেয়াদোত্তীর্ণ হওয়ার লক্ষণ।’’
মেয়াদোত্তীর্ণ সাবান ত্বকের যে ক্ষতি করে
সাবান যখন ব্যবহার করা শুরু হয়, তখন থেকে বারটি কোথায় রাখা হচ্ছে, কীভাবে রাখা হচ্ছে তার ওপর নির্ভর করে সাবানের রং ও গুণ ভালো থাকা না থাকা। সাবান ব্যবহারের পর এমনভাবে সংরক্ষণ করা উচিত যাতে সবানের গায়ে পানি জমে না থাকে। সোপ কেসে পানি জমে থাকলে তাতে নানা রকম ব্যাকটেরিয়া ও ছত্রাকের জন্ম হতে পারে। যা ক্ষকের ক্ষতি করতে পারে। এজন্য সম্ভাব্য ক্ষতি এড়াতে সাবান ব্যবহারের পরে ভালোভাবে সংরক্ষণ করা জরুরি।
আরো পড়ুন:
কর্মক্ষেত্রে সফল হওয়ার জাপানি কৌশল ‘গেইদো’
রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করে দাঁত ব্রাশ করা যাবে?
মেয়াদোত্তীর্ণ সাবান ব্যবহারের ফলে ত্বকে চুলকানি দেখা দিতে পারে। এ ছাড়া র্যাশ ও ঘা হতে পারে।
মেয়াদোত্তীর্ণ সাবান ব্যবহারের ফলে ত্বক লালচে হয়ে যেতে পারে।
ত্বকের তৈলাক্ত ভাব কমে যেতে পারে।
উল্লেখ্য, ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখার জন্য সাবান ব্যবহারের পরে পেট্রলিয়াম জেলি বা তরল প্যারাফিন বেসড ময়েশ্চারাইজার ত্বকে ম্যাসাজ করে নেওয়া ভালো।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ব ন ব যবহ র র
এছাড়াও পড়ুন:
ভাল ছেলেই তো পাচ্ছি না, কার সঙ্গে বকুলতলায় যাব: উষসী
খোলা চুল, চোখে রোদচশমা, পরনে লালচে শাড়ির সঙ্গে স্প্যাগেটি হাতার ব্লাউজ। এমন রূপে দেখা গেল পশ্চিমবঙ্গের অভিনেত্রী উষসী চক্রবর্তীকে। নিজের সামাজিক মাধ্যমের জন্য একটি ভিডিও শুট করতে তার এমন আয়োজন। সেই ভিডিওতে জুড়ে দিলেন গান- ‘বৈশাখের বিকেল বেলায়, তোমায় নিয়ে বকুলতলায়’।
এমন সেজে কার সঙ্গে বকুলতলায় যাবেন উষসী? প্রশ্ন করতেই অভিনেত্রীর পাল্টা প্রশ্ন, “আমি কার সঙ্গে যাব! এমন ছেলে কোথায়, যাঁর রসবোধ ভাল অথবা ফিটনেস নিয়ে সচেতন! চারদিকে তো কোনও ভাল ছেলেই দেখতে পাচ্ছি না।”
অভিনেত্রীর কথায়, ‘বকুলতলায় যাওয়ার লোক নেই। বরং ন্যাড়া মাথায় বেলতলায় গিয়ে ভুক্তভোগী হওয়ার লোক চারপাশে বেশি। বেলতলায় বার বার যাওয়ার মতো লোক বহু রয়েছে। কিন্তু বকুলতলায় গিয়ে প্রেম করব, এমন লোক কোথায়!”
নববর্ষের এই সাজে পুরনোদিনের সঙ্গে আধুনিকতা বজায় রেখেছেন উষসী। আবার শাড়ি পরে ঘোড়ায় চড়তেও দেখা গিয়েছে তাঁকে, যা আজকাল সচরাচর দেখা যায় না।
অভিনেত্রী বলেছেন, ‘শাড়ি পরতে ন্যূনতম ফিটনেসের প্রয়োজন হয়, সেটা আমার রয়েছে। আমি নিয়মিত শরীরচর্চা ও যোগ করি। তাই আমার সুবিধা হয়েছে। না হলে, শাড়ি পরে ঘোড়ায় চড়া সত্যিই সহজ বিষয় নয়।’
এই নববর্ষে কলেজ স্ট্রিটের জনপ্রিয় শরবতের দোকান ‘প্যারামাউন্ট’-এ যাওয়ার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। একটা দিন ডায়েট ভুলে মিষ্টিও খাবেন তিনি। তারপর আসন্ন ছবি ‘অঙ্ক কি কঠিন’-এর প্রচারে যাবেন বলে জানান উষসী। সূত্র: আনন্দবাজার।