এমন কিছু কি আদৌ সম্ভব! অবশ্য পৃথিবীতে তো প্রতিনিয়তই বিচিত্র সব ঘটনা ঘটে চলেছে। তেমনই এক ঘটনার জন্ম দিয়েছে বুলগেরিয়ার শীর্ষ স্তরের ক্লাব আরদা কারজালি।

গত রোববার ক্লাবের সাবেক খেলোয়াড় পেতকো গানচেভের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালনের পর তারা জানতে পারে, সেই খেলোয়াড়টি মারাই যাননি। পরে অবশ্য এ ঘটনায় ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশও করেছে ক্লাবটি।

রোববার কারজালির ম্যাচ ছিল লেভস্কি সোফিয়ার বিপক্ষে। সেই ম্যাচ শুরুর আগে দুই দল মাঝমাঠে লাইন ধরে দাঁড়িয়ে মাথা নিচু করে সম্মান জানায় মৃত্যুবরণ করা আরদার সাবেক খেলোয়াড় গানচেভকে।

আরও পড়ুনহামজাকে কোন পজিশনে খেলাবেন কাবরেরা১ ঘণ্টা আগে

এ সময় এক মিনিট নীরবতাও পালন করা হয়। শোক প্রকাশ শেষে খেলাও শুরু হয়ে যায়। কিন্তু খেলা শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে গানচেভ জানান, ক্লাব কর্তৃপক্ষ ভুল সংবাদ পেয়েছে, তিনি এখনো জীবিত। যোগাযোগের চরম উৎকর্ষের যুগে এত বড় ভুল কীভাবে সম্ভব, সে প্রশ্ন অবশ্য কেউ চাইলে তুলতেই পারেন।

এরপর অবশ্য এক বিবৃতিতে ক্ষমা চেয়েছে কারজালি কর্তৃপক্ষ। তারা লিখেছে, ‘আরদার ম্যানেজমেন্ট দলের সাবেক খেলোয়াড় পেতকো গানচেভ এবং তার আত্মীয়স্বজনের কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছে। ক্লাব তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য পেয়েছিল। আমরা পেতকো গানচেভের আরও অনেক বছর সুস্বাস্থ্য এবং তিনি যেন আরদার সাফল্য উপভোগ করতে পারেন, সেই কামনা করছি।’

আরদার এই বিব্রতকর ভুলের দিন লেভস্কির বিপক্ষে ম্যাচটা তারা ড্র করেছে ১-১ গোলে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অবশ য আরদ র

এছাড়াও পড়ুন:

‘মিশন মুন্সিগঞ্জ’

ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। গত ১৭ বছর ধরে প্রতি ঈদ অনুষ্ঠানমালায় চ্যানেল আই সিরিজটি প্রচার করে থাকে। এবারো তার ব্যতিক্রম নয়। 

ঈদ উপলক্ষে নির্মিত এই সিরিজের নতুন পর্বের নাম ‘মিশন মুন্সিগঞ্জ’। গত বছরের কোরবানি ঈদে প্রচারিত ‘হবিগঞ্জের হরবোলা’-এর মতো এবারো ছোটকাকু পরিচালনা করছেন অনিমেষ আইচ। তবে নির্মাতা সিরিজটির নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’।

দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খুনের সংবাদে বিচলিত হয়ে পড়েন ছোটকাকু। ঢাকায় খুন হন একজন উকিল, দ্বিতীয় খুন লালমনিরহাটে একজন চিকিৎসক, তৃতীয় খুনটা হয় ফেনীতে একজন রাজনীতিবিদ। অদ্ভুত ব্যাপার হলো, তিনজনই একসময় মুন্সিগঞ্জে ছিলেন। এসব খুনের রহস্য উদঘাটনে ছোটকাকু ছুটে যান মুন্সিগঞ্জে। কাহিনি জট পাকায়। সেই জট খোলার মিশনে নামেন ছোটকাকু। এভাবেই এগিয়েছে সিরিজটির গল্প।

আরো পড়ুন:

নিহার সঙ্গে তৌসিফের ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

গুজব নিয়ে নির্মিত নাটিকায় বিদেশিরা

ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। তিনি বলেন, “ছোটকাকুর সঙ্গে আমার একটা ভালোবাসার বিষয় আছে। আমি ঢাকা শহরে এসে প্রথমে শিশু-কিশোর সংগঠনের সঙ্গে যুক্ত হই। সেই যুক্ত হওয়ার কারণে আমি যে মানুষটি এসেছিলাম, তার চিন্তা ভাবনাগুলো বদলে যায়। সে হিসেবে আমার সর্বক্ষণ মনে হয়, এই যে শিশু-কিশোরদের জন্য কিছু করতে চাওয়া, এটা একেবারেই এখন নেই। তাই এটা করা।”

‘মিশন মুন্সিগঞ্জ’-এ আফজাল হোসেন ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, আশনা হাবিব ভাবনা প্রমুখ। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন থেকে অষ্টম দিন পর্যন্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে সিরিজটি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ