জুলাই গণ–অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানা গেছে। একই সঙ্গে একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানান।

উপাচার্য বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের ২৮৯ জন নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে যাঁদের ছাত্রত্ব শেষ, তাঁদের সনদ স্থগিত করা হবে। যাঁরা পরীক্ষা ও ভাইভা দিয়েছেন, তাঁদের ফলাফল স্থগিত করা হবে এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে।

অন্যদিকে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ১৫ জুলাইয়ের রাতকে বিশ্ববিদ্যালয়ে কালরাত হিসেবে ঘোষণা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৫ জুলাই সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালান ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে এ ঘটনায় বিচারের দাবিতে তৎকালীন উপাচার্য অধ্যাপক নূরুল আলমের বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। রাত ১২টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ও বহিরাগত সন্ত্রাসীরা দেশি অস্ত্র, পেট্রোলবোমা নিয়ে হামলা চালান।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকাডুবি, শিশু নিখোঁজ

ঝালকাঠির নলছিটিতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে উপজেলার গৌরিপাশা এলাকাসংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রায়হান মল্লিক (১০) ওই এলাকার আলী মল্লিকের ছেলে। ওই ঘটনার পর নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। লঞ্চের ধাক্কায় নৌকায় থাকা বিপ্লব হাওলাদার নামের এক জেলে আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানা গেছে, নলছিটির পৌর এলাকার গৌড়িপাশা গ্রামসংলগ্ন সুগন্ধা নদীতে আজ সকাল ছয়টার দিকে মাছ ধরা নৌকার সঙ্গে ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চের সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবে রায়হান নিখোঁজ হয়। ভোর ছয়টার দিকে প্রতিবেশী বিপ্লব হাওলাদার নামের এক জেলের সঙ্গে সে মাছ ধরা দেখতে গিয়েছিল।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মফিজুর রহমান বলেন, জাল ফেলার পর নদীতে অপেক্ষমাণ থাকা অবস্থায় ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। নৌকাটি সেখানেই ডুবে যায়। জেলে বিপ্লব হাওলাদার সাঁতরে অন্য নৌকায় ওঠেন। রায়হান নদীতে নিখোঁজ হয়।

সম্পর্কিত নিবন্ধ