শজনের ডাঁটায় নুয়ে পড়েছে একেকটি গাছ। চৈত্রের রোদে পাহাড়জুড়ে ঝলমল করছে শজনের বাগান। ডাঁটা তোলার কাজে ব্যস্ত শ্রমিকেরা। ডাঁটা সংগ্রহ, বাছাই মাপ দেওয়াসহ নানা কাজে তিন কিলোমিটারজুড়ে চলছে কর্মচাঞ্চল্য। রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে উত্তর দেবতাছড়ি গ্রামে গিয়ে দেখা যায়, শজনের এমন সারি সারি বাগান।
শুধু দেবতাছড়ি নয়, পাশে ছোট পাগলী, বড় পাগলী ও দক্ষিণ দেবতাছড়ি গ্রামেও পাহাড়জুড়ে চলছে শজনের চাষ। রাঙামাটি জেলার মধ্যে সবচেয়ে বেশি শজনে চাষ হয় কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে। দেবতাছড়ি গ্রামে ৭২টি পরিবার বসবাস করে। এর মধ্যে ৯০ শতাংশ পরিবারের আয়ের একমাত্র উৎস শজনের চাষ।
নিজের বাগানের শজনে সংগ্রহ করে বাজারে নিয়ে যাচ্ছেন দুই নারী। সম্প্রতি রাঙামাটি জেলার কাপ্তাইয়ের দেবতাছড়ি গ্রাম থেকে তোলা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১০৭ রান দিয়ে বাংলাদেশের মাটিতে সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড তাসকিনের
কিছুদিন আগেই নিজের অজুত-নিযুত ঘামবিন্দুর পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ। দেশের ক্রিকেটের সবচেয়ে বেশি বেতনের ক্রিকেটার এখন তাসকিন।
আনন্দটার রেশ এখনও নিশ্চয়ই আছে। তবে ওই আনন্দের মাঝেই আজ বিব্রতকর এক রেকর্ডকে সঙ্গী করেছেন তাসকিন। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে খেলতে নেমে ১০ ওভারে ১০৭ রান খরচ করেছেন তাসকিন। ৩ উইকেট পেলেও আলোচনায় তার ব্যয়বহুল বোলিং নিয়ে। যেখানে তার ইকোনমি রেট ছিল ১০.৭০। বোলিং স্পেলে ১৫ চার ও ৫ ছক্কা হজম করেছেন। ৬০ বলের মধ্যে ছিল ২৬ ডট বলও।
বাংলাদেশের মাটিতে এটিই স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে ব্যয়বহুল বোলিং। এছাড়া বাংলাদেশের যেকোনো ক্রিকেটারদের মধ্যেও সবচেয়ে বেশি ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড এখন তাসকিনেরই।
আরো পড়ুন:
সেঞ্চুরিতে দলকে জেতালেন সাদমান
সোহানের সেঞ্চুরিতে জয়ে ফিরল ধানমন্ডি
বিস্তারিত আসছে…
ঢাকা/ইয়াসিন/আমিনুল