জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশেই গোপালপুর বাজার। সেখানে আশপাশের বিশাল এলাকাজুড়ে বসেছে মেলা। গোপালপুর-নরুন্দি সড়কের দুই পাশসহ পুরো মেলা চত্বরে বসেছে বিভিন্ন পণ্যের পসরা। ছোট্ট এক শিশু বাবার হাত ধরে দ্রুতগতিতে মেলার ভেতরে যাওয়ার চেষ্টা করছে। পাশ থেকে স্থানীয় এক ব্যক্তি বলে উঠলেন, ‘নামে জামাই ম্যালা হইলেও এনে সবচেয়ে বেশি মজ-মাস্তি করে করে পোলাপানেরাই (শিশুরা)।’

জামালপুরের গোপালপুর ‘জামাই মেলা’ গত শনিবার শুরু হয়েছে, চলবে আগামী বুধবার পর্যন্ত। এবার রমজান মাসে আয়োজিত হলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কোনো কমতি নেই। সোমবার গিয়ে দেখা যায়, এ মেলা কেন্দ্র করেই আশপাশের বিভিন্ন এলাকায় এখন বইছে উৎসবের আমেজ।

প্রতিবছর ১-৫ চৈত্র (সনাতন পঞ্জিকা অনুসারে) সদর উপজেলার ঝাওলা গোপালপুর বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠ ও এর আশপাশে এই মেলা বসে। একে কেন্দ্র করে এলাকার জামাইয়েরা শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। এ কারণেই মেলাটি ‘জামাই মেলা’ হিসেবে পরিচিত। আর জামাইয়েরাই মেলার মূল আকর্ষণ। পাঁচ দিনের এই মেলায় সদর উপজেলার গোপালপুর, নরুন্দি, ঘোড়াধাপ, ইটাইল, বাঁশচড়া, তুলসীরটর, লক্ষ্মীরচর, রানাগাছা ও প্রতিবেশী ময়মনসিংহের চেচুয়া এলাকাসহ আশপাশের লাখো মানুষের সমাগম ঘটে।

রমজান মাস সকালে মেলায় তুলনামূলক কম লোকজন থাকলেও তিল ধারণের ঠাঁই থাকে না। কয়েকজন ব্যবসায়ী জানান, গভীর রাত পর্যন্ত শিশু, নারী-পুরুষের ব্যাপক ভিড় থাকে। জামাইদের সবচেয়ে বেশি ভিড় চোখে পড়ে দুপুরের ঠিক পরপর।

মেলায় শিশুদের বিনোদনের কেন্দ্র.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আশপ শ

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের বীর রামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, হনুফা আক্তার এবং অজ্ঞাত এক যুবক। নিহত হনুফা জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা রিপন মিয়ার স্ত্রী।

নিহতের স্বামী আহত রিপন মিয়া জানান, তাদের কর্মস্থল গাজীপুরের মাওনা। তারা সেখান থেকে বাসে করে ত্রিশাল আসেন। ত্রিশাল থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ছোট ভাইয়ের ছেলের বিয়ে উপলক্ষে গৌরীপুরের নিজ বাড়ি যাচ্ছিলেন। তাদের অটোরিকশাটি ত্রিশাল বালিপাড়া সড়কের বীর রামপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে মুখমণ্ডল ও মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তার স্ত্রী।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ জানান, এ দুর্ঘটনায় নিহত ২ জনের মধ‍্যে একজনের পরিচয় জানা গেছে। নিহত অপর যুবকের পরিচয় এখনও জানা যায়নি। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সম্পর্কিত নিবন্ধ

  • সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় অন্তত ১০০ জন নিহত
  • সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় শতাধিক নিহত
  • সুদানের দারফুরে আধা সামরিক বাহিনীর হামলায় অন্তত ১০০ জন নিহত: জাতিসংঘ
  • তাড়াশে ২০০ বছরের ঐতিহ্যবাহী ভাদাই মেলা
  • অধস্তন আদালত তদারকি কমিটি পুনর্গঠন
  • ‘গণতান্ত্রিক নাগরিক শক্তি’ নামে নতুন দলের আত্মপ্রকাশ
  • নিজের জন্য ওষুধ কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন
  • চার অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
  • ত্রিশালে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত
  • ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত