কোরীয় ভাষায় আনাড়ি ছিলেন, সেই লিসা এখন কে-পপ তারকা
Published: 18th, March 2025 GMT
কোরীয় ভাষায় আনাড়ি ছিলেন লালিসা মানোবান, যিনি লিসা নামে পরিচিত। তিনি থাইল্যান্ডের মেয়ে; জন্ম ও বেড়ে ওঠা বুরিরাম প্রদেশে। থাই ভাষার সঙ্গে ইংরেজি, জাপানি ভাষাটা টুকটাক পারতেন। তবে কোরীয় ভাষায় দখল ছিল না। সেই ‘বহিরাগত’ লিসাই কে–পপে দুনিয়াজোড়া খ্যাতি পেলেন।
২০১০ সালে ব্যাংককে অডিশন নেয় কোরীয় বিনোদন সংস্থা ওয়াইজি এন্টারটেইনমেন্ট। এক হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে টিকেছেন লিসা। তখন মাত্র ১৩ বছর। মা–বাবাকে ছেড়ে সিউলে পাড়ি দেন। তখনো কে–পপ ইন্ডাস্ট্রিতে ‘বহিরাগত’ শিল্পীদের খানিকটা বাঁকা চোখেই দেখা হতো।
একে তো বয়স কম, তার ওপর অচেনা দেশ, ভাষা ও সংস্কৃতি—পথটা কাঁটায় ভরা ছিল। ওয়াইজি এন্টারটেইনমেন্টের ডরমিটরিতে কড়া নিয়মের বেড়াজালে দাঁতে দাঁত চেপে ছিলেন লিসা। টিকে থাকার লড়াইয়ে কখনো কখনো হাঁপিয়ে উঠেছেন। স্বপ্নকে বিসর্জন দিয়ে মা–বাবার কাছেও ফেরার চিন্তা করেছিলেন। তবে শেষ পর্যন্ত মনোবলটা ধরে রেখেছিলেন লিসা।
লিসা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
ছবি: ফেসবুক থেকে নেওয়া