মদিনা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে বদর প্রান্তর। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে এই স্থানেই সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসে এক যুগান্তকারী যুদ্ধ—বদর যুদ্ধ। সামরিক দিক থেকে এই যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের সংখ্যা ছিল খুব কম, কিন্তু এর গুরুত্ব ছিল অপরিসীম। কোরআনে আছে. ‘আরও জেনে রাখো যে তোমাদের গনিমতে (যুদ্ধে যা লাভ করা হয় তার এক-পঞ্চমাংশ) আল্লাহর, রাসুলের, রাসুলের স্বজন, পিতৃহীন দরিদ্র ও পথচারীদের জন্য, যদি তোমরা বিশ্বাস কর আল্লাহ এবং তার ওপর যা ফুরকানের দিন (বদরের যুদ্ধের দিন) আমি আমার দাসের ওপর অবতীর্ণ করেছিলাম, যখন দুই দল পরস্পরের মোকাবিলা করছিল। আর আল্লাহ্ তো সর্ব বিষয়ে সর্বশক্তিমান।’ (সুরা আনফাল, আয়াত: ৪১)

এই দিনকে ‘ইয়াওমুল ফুরকান’ বা ‘সিদ্ধান্তের দিন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল মদিনার মুসলিম রাষ্ট্রের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠার মাইলফলক।

বদর প্রান্তর, সৌদি আরব.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিলেটে তরমুজের আড়ত

২ / ৯তরমুজ কিনতে এসে বাছাই করছেন একজন খুচরা বিক্রেতা

সম্পর্কিত নিবন্ধ