যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর অবশেষে পৃথিবীতে ফিরছেন। দীর্ঘ ৯ মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকা রয়েছেন তাঁরা। তাঁদের ফিরিয়ে আনতে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে একটি মিশন পাঠিয়েছে নাসা ও ধনকুবের ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স।

নাসা ও স্পেসএক্সের এই মিশনের নাম দেওয়া হয়েছে ‘ক্রু-১০’। এই মিশনে নতুন চার নভোচারীকে পাঠানো হয়েছে। তাঁরা আইএসএসে পৌঁছেছেন। এবার সুনিতা ও বুচের পৃথিবীতে ফেরার পালা। দুজন গত বছরের জুন মাস থেকে আইএসএসে রয়েছেন। আট দিনের মহাকাশ মিশনে সেখানে যান তাঁরা। কিন্তু বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে ত্রুটির কারণে তাঁরা আটকা পড়েন।

দীর্ঘদিন পর বাড়ি ফেরা নিয়ে বেশ আগ্রহী সুনিতা ও বুচ। এ নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তাঁরা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকেই তাঁরা ওই সংবাদ সম্মেলনে অংশ নেন।

স্পেসএক্সের ফ্যালকন–৯ রকেট ব্যবহার করে ‘ক্রু–১০’ মিশন মহাকাশে পাঠানো হয়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্পেসএক্স ক্যাপসুল আইএসএস-এ পৌঁছেছে, দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছেন দুই নভোচারী

স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) ডক করেছে, যা ৯ মাস ধরে সেখানে অবস্থানরত দুই নভোচারীকে  পৃথিবীতে ফিরিয়ে আনবে। নাসার নভোচারী বুচ উইলমোর এবং সুনি উইলিয়ামসকে মাত্র আট দিনের জন্য মহাকাশে পাঠানো হলেও, বোয়িং-এর স্টারলাইনার ক্যাপসুলের প্রযুক্তিগত সমস্যার কারণে তারা সেখানে নয় মাস কাটিয়েছেন।

দীর্ঘ প্রতীক্ষার পর, তারা এবার স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। নাসার কর্মকর্তারা জানিয়েছেন, উইলমোর ও উইলিয়ামস এই সপ্তাহেই পৃথিবীতে ফেরার কথা রয়েছে। তবে আবহাওয়ার ওপর নির্ভর করে ফ্লাইট সূচি চূড়ান্ত করা হবে। খবর: বিবিসির

বুচ এবং সুনি ২০২৪ সালের জুন মাসে বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযানে চড়ে আইএসএস-এ পৌঁছান। এটি একটি পরীক্ষামূলক মিশন ছিল, কিন্তু উৎক্ষেপণ ও ডকিংয়ের সময় বিভিন্ন কারিগরি ত্রুটি দেখা দেয়, যার মধ্যে স্টারলাইনারের থ্রাস্টার ও হিলিয়াম লিকের সমস্যা অন্যতম।

নাসা সিদ্ধান্ত নেয়, নভোচারীদের স্টারলাইনারে ফিরিয়ে আনার ঝুঁকি না নিয়ে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল ব্যবহার করাই নিরাপদ হবে। যদিও বোয়িং দাবি করেছে যে তাদের ক্যাপসুল নিরাপদ ছিল, তবুও নাসা ঝুঁকি নিতে রাজি হয়নি।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্পেসএক্স সিইও এলন মাস্ক অভিযোগ করেছেন, রাজনৈতিক কারণে বুচ এবং সুনিকে এতদিন মহাকাশে রাখা হয়েছে। তবে নাসার কর্মকর্তারা বলেছেন, সম্পূর্ণ কারিগরি কারণেই তাদের ফেরানোর সিদ্ধান্ত দেরি হয়েছে এবং নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে।

নাসার তথ্য অনুযায়ী, আইএসএস-এ নতুন ক্রুদের সঙ্গে দুদিনের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে, এরপর উইলমোর এবং উইলিয়ামস পৃথিবীতে ফেরার যাত্রা শুরু করবেন। দীর্ঘ নয় মাস মহাকাশে থাকার পর তারা অবশেষে পৃথিবীতে ফিরে আসছেন, যা তাদের জন্য একটি বিশেষ মুহূর্ত হতে যাচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • স্পেসএক্স ক্যাপসুল আইএসএস-এ পৌঁছেছে, দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছেন দুই নভোচারী