বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম শ্রমিকদের আন্দোলনের কবলে পড়েছিলেন। নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকরা সোমবার দুপুরে তাঁর গাড়ি দুই দফা ঘিরে রাখে। জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ‘জেলা ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি’র সভায় যোগ দিতে ডিসি কার্যালয়ে আসেন হাতেম। সেখানে ক্রনি গ্রুপের ‘অবন্তী কালার টেক্সে’র প্রায় ২০০ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে অবস্থান করছিলেন। সভাপতির গাড়ি দেখে ঘিরে ধরেন শ্রমিকরা। তারা পাওনার দাবিতে স্লোগান দিতে থাকেন।

তারা অভিযোগ করেন, সভাপতি এর আগে বকেয়া শোধের আশ্বাস দিয়েছিলেন। অনেক শ্রমিক টাকা না পেলেও পাওনা শোধের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়ে। এ সময় সভাপতি বলেন, ক্রনি গ্রুপের শ্রমিকদের যে তালিকা পাওয়া গিয়েছিল সে অনুযায়ী পাওনা শোধ করা হয়েছে। ডিসি কার্যালয় থেকে বৈঠক শেষে বের হওয়ার সময় ক্রনি গ্রুপের আরেক দল শ্রমিক তাঁকে আবারও ঘেরাও করেন।

মো.

হাতেম সমকালকে বলেন, ‘যদি কেউ বেতন পাওনা থাকেন, তাহলে তালিকা করে আমাদের কাছে দিলে, দ্রুত শোধ করব। আমার মনে হয়েছে, শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশের লোকজন আজ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিল।’

এ ব্যাপারে ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম জানান, বিকেএমইএ সভাপতিকে ঘেরাওয়ের সময় বিশৃঙ্খলা সৃষ্টির কারণে রোমানকে আটক করা হয়। তিনি কাউসারের সহযোগী। পরে জানা যায়, রোমানের বিরুদ্ধে সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে।
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শ্রমিক আন্দোলনের কবলে বিকেএমইএ সভাপতি

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম শ্রমিকদের আন্দোলনের কবলে পড়েছিলেন। নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকরা সোমবার দুপুরে তাঁর গাড়ি দুই দফা ঘিরে রাখে। জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ‘জেলা ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি’র সভায় যোগ দিতে ডিসি কার্যালয়ে আসেন হাতেম। সেখানে ক্রনি গ্রুপের ‘অবন্তী কালার টেক্সে’র প্রায় ২০০ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে অবস্থান করছিলেন। সভাপতির গাড়ি দেখে ঘিরে ধরেন শ্রমিকরা। তারা পাওনার দাবিতে স্লোগান দিতে থাকেন।

তারা অভিযোগ করেন, সভাপতি এর আগে বকেয়া শোধের আশ্বাস দিয়েছিলেন। অনেক শ্রমিক টাকা না পেলেও পাওনা শোধের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়ে। এ সময় সভাপতি বলেন, ক্রনি গ্রুপের শ্রমিকদের যে তালিকা পাওয়া গিয়েছিল সে অনুযায়ী পাওনা শোধ করা হয়েছে। ডিসি কার্যালয় থেকে বৈঠক শেষে বের হওয়ার সময় ক্রনি গ্রুপের আরেক দল শ্রমিক তাঁকে আবারও ঘেরাও করেন।

মো. হাতেম সমকালকে বলেন, ‘যদি কেউ বেতন পাওনা থাকেন, তাহলে তালিকা করে আমাদের কাছে দিলে, দ্রুত শোধ করব। আমার মনে হয়েছে, শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশের লোকজন আজ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিল।’

এ ব্যাপারে ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম জানান, বিকেএমইএ সভাপতিকে ঘেরাওয়ের সময় বিশৃঙ্খলা সৃষ্টির কারণে রোমানকে আটক করা হয়। তিনি কাউসারের সহযোগী। পরে জানা যায়, রোমানের বিরুদ্ধে সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ