Samakal:
2025-03-17@21:58:27 GMT

আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব

Published: 17th, March 2025 GMT

আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব

বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে প্রথম উপন্যাস জহির রায়হানের অসাধারণ সৃষ্টি ‘আরেক ফাল্গুন’। ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মরণ করার প্রেক্ষাপটে রচিত উপন্যাসের মূল চরিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মুনিম। এ ছাড়া সালমা, রেনু, বানু, নীলা, আসাদ, কবি রসুলসহ আরও অনেক চরিত্রে দৃশ্যপট রচিত হয়েছে। তাদের সবাই শিক্ষার্থী। কালজয়ী এ উপন্যাসে উঠে এসেছে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির মর্মান্তিক ঘটনা ও বীরত্বগাথা।
জহির রায়হানের লেখনীতে বাস্তবতা, আবেগ এবং সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটের নিপুণ সমন্বয় দেখা যায়। তাঁর উপন্যাসের চরিত্রগুলো জীবন্ত এবং গল্পের প্লট পাঠককে আবেগাপ্লুত করে। জহির রায়হানের লেখা শুধু সাহিত্য নয়, এটি ইতিহাসেরও একটি দলিল, যা বাংলাদেশের সংগ্রাম ও সংস্কৃতিকে চিরস্মরণীয় করে রেখেছে।
১৩ মার্চ অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুহৃদ সমাবেশের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘সুহৃদ পাঠচক্র’। এতে জহির রায়হান ও তাঁর সৃষ্টিকর্ম নিয়ে এমনটাই তুলে ধরেন আলোচকরা। 
বায়ান্নর আন্দোলনের উত্তাল সময় নিয়ে রচিত এ উপন্যাসে বিভিন্ন চরিত্রের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের বাস্তবতা তুলে ধরা হয়েছে। গল্পের প্রধান চরিত্রগুলোর মধ্যে আছে তরুণ ছাত্রনেতা, রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষ; যারা ভাষার অধিকারের জন্য সংগ্রাম করছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্ররা ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক সংগ্রামের মধ্যে পড়ে যায়। একদিকে রাষ্ট্রের দমননীতি, অন্যদিকে ব্যক্তিগত দ্বন্দ্ব– এই দুইয়ের টানাপোড়েন পুরো উপন্যাসে ছড়িয়ে আছে।
শেষ পর্যন্ত আন্দোলনের রক্তাক্ত পরিণতি ও শহীদদের আত্মত্যাগ ইতিহাসের অংশ হয়ে যায়। কিন্তু সেই আত্মত্যাগ বৃথা যায় না, বরং একটি নতুন দিনের সূচনা করে, যেখানে ভাষার জন্য সংগ্রাম একটি শক্তিশালী আন্দোলনে পরিণত হয়। এমনটাই আলোচকরা তুলে ধরেন। প্রখ্যাত ঔপন্যাসিক জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস ‘আরেক ফাল্গুন’ ছিল আলোচনার মূল বিষয়।
পাঠচক্রে আলোচনায় অংশ নেন লেখক ও শিক্ষক গায়ত্রী মৃধা এবং ট্রাস্টি কবি মো.

কামরুজ্জামান লিটু, সুহৃদ প্রধান উপদেষ্টা ও সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আকতার, আইন বিভাগের চেয়ারম্যান আ ম মো. সাঈদ  প্রমুখ। 
শারমিন আকতার বলেন, উপন্যাসের নাম ‘আরেক ফাল্গুন’ প্রতীকী অর্থ বহন করে। এটি বোঝায় যে আন্দোলন ও প্রতিরোধ একেবারেই শেষ হয় না, বরং নতুন নতুন সংগ্রামের জন্ম দেয়। উপন্যাসের শেষদিকে ছাত্রদের নাম ধরে ধরে জেলখানায় ঢোকানোর সময় ডেপুটি জেলার সাহেব হাঁপিয়ে ওঠেন এবং বিরক্তির সঙ্গে বলেন, ‘উহু, এত ছেলেকে জায়গা দেব কোথায়। জেলখানা তো এমনিতে ভর্তি হয়ে আসছে।’ প্রত্যুত্তরে পাশ থেকে ছাত্রদের মধ্য থেকে একজন চিৎকার করে বলেন, ‘এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।’ সংগ্রামকে দারুণভাবে উজ্জীবিত করা যায় তার জ্বলন্ত উদাহরণ এ উক্তি। 
সুহৃদ উপদেষ্টা হাসান বলেন, এটি শুধু একটি কাহিনি নয়, এটি মুক্তিযুদ্ধের সময়কার মানুষের সংগ্রাম, আশা এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার একটি শক্তিশালী দলিল। সুহৃদ অভিজিৎ মৃধা, আহসান হাবিব প্রমুখ অংশগ্রহণ করেন। v  
 
সভাপতি সুহৃদ সমাবেশ, অ্যাডাস্ট

উৎস: Samakal

কীওয়ার্ড: উপন য স র র জন ত ক

এছাড়াও পড়ুন:

বুকজ্বালা ভাব

খেতে বড্ড ভালোবাসেন। তবে এখন খাবার সামনে দেখেও অরুচি আসে। কিছু খেলেই যেন পেটে জ্বালা করে। এমনটা হলে কিন্তু অবহেলা করবেন না। হতেই পারে, এই উপসর্গ পেপটিক আলসারের প্রাথমিক লক্ষণ। আলসার শব্দের অর্থ ‘ক্ষত’। এই ক্ষত পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে হতে পারে এবং তা থেকে পরবর্তী সময় জটিলতার সৃষ্টি হতে পারে। খাদ্যনালিতে অধিক মাত্রায় এসিড উৎপন্ন হলে এই রোগ হয়। তা ছাড়া ‘এইচ পাইলোরি’ নামক একটি ব্যাকটেরিয়া থেকেও সংক্রমণ হতে পারে। এই সংক্রমণের ফলে ক্ষুদ্রান্ত্রের ভেতরে আলসার দেখা দিতে পারে। এই আলসার থেকে কিন্তু পরবর্তী সময় হতে পারে গুরুতর সমস্যা। তাই আলসার সম্পর্কে সচেতন হন শুরু থেকেই।  আলসারের কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন–
l যদি প্রায়ই পেটের ওপরের ও মাঝের দিকে জ্বালা করে, কামড়ে ধরা ব্যথা হয়, তবে সতর্ক হতে হবে।
lগ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে খাবার খাওয়ার দু-তিন ঘণ্টা পর পেটের ব্যথাটা বাড়ে। খাবার খাওয়ার পর যদি এমনটা প্রায়ই ঘটে, তা হলে তা আলসারের লক্ষণ হতে পারে।
lখাওয়ার সঙ্গে সঙ্গেই পেটে ব্যথা বাড়লেও আপনার আলসার হয়ে থাকতে পারে। অনেক সময় দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে পেটে অসহ্য যন্ত্রণা হয়।
lবুকজ্বালা করলে আমরা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক  সমস্যা ভেবে এড়িয়ে যাই। ঘন ঘন এমনটা হওয়া কিন্তু আলসারের লক্ষণ।
lসারাক্ষণ গা গোলানো, বমি-বমি ভাবের সমস্যায় ভুগলে অবশ্যই আলসার হয়েছে কিনা, পরীক্ষা করিয়ে নিন। পরিপাকতন্ত্রের আলসার কিন্তু প্রাণঘাতী হতে পারে। এই রোগের কারণে খাদ্যথলি বা খাদ্যনালিতে রক্তক্ষরণও হতে পারে। সে ক্ষেত্রে বমি কিংবা মলের সঙ্গে রক্ত বেরিয়ে আসে। এই রোগে বাড়াবাড়ি হলে খাদ্যথলি ফুটো হয়ে যেতে পারে। চিকিৎসা না করিয়ে ফেলে রাখলে এই আলসার থেকে সহজে মুক্তি মেলে না। অনেকেরই ধারণা– ঝাল, তেল, মসলাদার খাবার খেলেই আলসার হতে পারে। এই ধারণা ভুল। ঝাল বা মসলাদার খাবার আলসারের জন্য দায়ী নয়। তবে এই খাবার রোগের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে তোলে। ধূমপান এবং মদ্যপানের অভ্যাস পরিপাকতন্ত্রে আলসারের আশঙ্কা কয়েক গুণ বাড়িয়ে দেয়। কর্মব্যস্ত জীবনে কাজের চাপে আমরা খেতেও ভুলে যাই। দীর্ঘক্ষণ খালি পেটে থাকলেও কিন্তু শরীরে এই রোগ বাসা বাঁধার ঝুঁকি বাড়ে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথা উপশম করার ওষুধ খাওয়া বন্ধ করুন। ঘন ঘন ব্যথার ওষুধ খাওয়ার অভ্যাস কিন্তু পেটের মধ্যে এই মারণরোগ ডেকে আনছে। v

সম্পর্কিত নিবন্ধ

  • বুকজ্বালা ভাব