ছবি: ফেসবুক থেকে
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টম ক্রুজের চেয়ে বেশি আয়, কে এই কমেডিয়ান
কিছুদিন আগেই ২০২৪ সালে হলিউডের সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস সাময়িকী। এতে অনুমিতভাবেই শীর্ষে আছেন ডোয়াইন জনসন। তবে চমকে দিয়েছেন এক কমেডিয়ান। তাঁর আয় টম ক্রুজ, হিউ জ্যাকম্যানদের মতো তারকাদের চেয়েও বেশি!
‘রেড ওয়ান’, ‘মোয়ানা ২’ দিয়ে গত বছরটা নিজের করে নিয়েছেন ডোয়াইন জনসন। ৮৮ মিলিয়ন ডলার আয় নিয়ে তিনি আছেন তালিকার শীর্ষে। ৮৫ মিলিয়ন ডলার আয় নিয়ে দুইয়ে আছেন রায়ান রেনল্ডলস।
তালিকার তিনে চমক। এখানে জায়গা হয়েছে মার্কিন কমেডিয়ান, অভিনেতা কেভিন হার্টের। তাঁর গত বছরের আয় ছিল ৮১ মিলিয়ন ডলার।
কেভিন হার্ট। রয়টার্স