জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সহায়তা দিল সাদা দল
Published: 17th, March 2025 GMT
জুলাই গণ–অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ সময় গণ–অভ্যুত্থানে শহীদ দুই ব্যক্তির পরিবারকেও সহায়তা দেওয়া হয়।
সোমবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এক ইফতার মাহফিলে এ সহায়তা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নয়জন আহত শিক্ষার্থী এ সহায়তা পেয়েছেন।
আর্থিক সহায়তা পাওয়া শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সুমন মিয়া, দর্শন বিভাগের স্বপন মিয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাব্বির আহমেদ ও মুবাশিরুজ্জান হাসান, সমাজবিজ্ঞান বিভাগের মো.
এ সময় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, ‘জুলাই বিপ্লবে নিহত ও আহত ব্যক্তিদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি। আমরা তাদের পাশে ছিলাম, সব সময় পাশে থাকব।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী, সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. আবুল কালাম সরকার, কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর মো. সাইফুদ্দিন, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র রহম ন
এছাড়াও পড়ুন:
মুখে মাটি-বালু ঢুকিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চাকু ঠেকিয়ে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীর প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ফুলবাড়ী-বালারহাট সড়কের নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটেছে। টাকা ছিনিয়ে নিয়ে তাঁর মুখে মাটি ও বালু ঢুকিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী তাজুল ইসলাম। তিনি নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে। স্থানীয় বালারহাট বাজারে ‘তিন্নি স্টোর’ নামে মোবাইল ব্যাংকিংয়ের দোকান রয়েছে তার।
অভিযোগে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী তাজুল দোকান বন্ধ করে প্রায় আড়াই লাখ টাকা একটি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন। স্থানীয় বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে পৌঁছালে অন্ধকারের মধ্য থেকে তিনজন অপরিচিত ব্যক্তি এসে গলায় ও বুকে চাকু ঠেকিয়ে টাকার ব্যাগ ধরে টান দেয়।
এ সময় তাজুল চিৎকার দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার মুখে মাটি ও বালু ঢুকিয়ে দিয়ে টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ধস্তাধস্তির সময় গলায় ও হাতে ছুরি লেগে আহত হন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ও পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
ভুক্তভোগী তাজুল ইসলাম বলেন, আকস্মিক অপরিচিত তিন লোক চাকু নিয়ে আমার ওপর আক্রমণ করে। আমার মুখে মাটি-বালু ঢুকিয়ে দিলে বাধ্য হয়ে ব্যাগ ছেড়ে দেই। রাতেই থানায় গিয়ে ছিনতাইয়ের ঘটনা জানাই।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনাটি রাতেই শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।