গাইবান্ধায় দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের ঘটনায় বিষা শেখ (৭৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে ফুলছড়ি উপজেলার হরিচন্ডিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষা শেখ উপজেলার হরিচন্ডপুর গ্রামের মৃত হোসেন মুন্সি ওরফে খছর মিয়ার ছেলে। 

এর আগে, সোমবার দুপুর ২টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। দুপুরে শিশুটিকে কৌশলে ভুট্টা খেতে ডেকে নেন বিষা শেখ। পরে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে শিশুটির পরিবার ও স্থানীয়রা জানতে পেরে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিষা শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষা শেখ ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিশুটি বর্তমানে তার মা-বাবাসহ থানা হেফাজতে রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে সদর হাসপাতালে পাঠানো হবে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মহাকাশে ৯ মাস ধরে আটকা: সবচেয়ে কঠিন কী ছিল জানালেন সুনিতা

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর অবশেষে পৃথিবীতে ফিরছেন। দীর্ঘ ৯ মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকা রয়েছেন তাঁরা। তাঁদের ফিরিয়ে আনতে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে একটি মিশন পাঠিয়েছে নাসা ও ধনকুবের ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স।

নাসা ও স্পেসএক্সের এই মিশনের নাম দেওয়া হয়েছে ‘ক্রু-১০’। এই মিশনে নতুন চার নভোচারীকে পাঠানো হয়েছে। তাঁরা আইএসএসে পৌঁছেছেন। এবার সুনিতা ও বুচের পৃথিবীতে ফেরার পালা। দুজন গত বছরের জুন মাস থেকে আইএসএসে রয়েছেন। আট দিনের মহাকাশ মিশনে সেখানে যান তাঁরা। কিন্তু বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে ত্রুটির কারণে তাঁরা আটকা পড়েন।

দীর্ঘদিন পর বাড়ি ফেরা নিয়ে বেশ আগ্রহী সুনিতা ও বুচ। এ নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তাঁরা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকেই তাঁরা ওই সংবাদ সম্মেলনে অংশ নেন।

স্পেসএক্সের ফ্যালকন–৯ রকেট ব্যবহার করে ‘ক্রু–১০’ মিশন মহাকাশে পাঠানো হয়

সম্পর্কিত নিবন্ধ