বাংলাদেশের ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেও বিসিবি থেকে অনেক সময় খেলার অনুমতি মেলে না। লিটন দাস যেমন গত বছর আইপিএলে দল পেলেও জাতীয় দলের খেলা থাকায় শুরু থেকে খেলার ছাড়পত্র পাননি। 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় বিগ ব্যাশে দল পেলেও খেলা হয়নি রিশাদ হোসেনের। মুস্তাফিজ-তাসকিনকেও অনুমতি না পাওয়ার অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এবার আবার লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন। 

কিন্তু তাদের তিনজনই পিএসএলে খেলার সুযোগ পাবেন কিনা তা নিশ্চিত নয়। কারণ ওই সময় ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ আছে। তবে জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত মনে করেন, বিসিবির উচিত বিদেশি লিগে খেলতে দেওয়া। 

সংবাদ মাধ্যমকে শান্ত বলেন, ‘আমি মনে করি, এসকল লিগে খেলা গুরুত্বপূর্ণ। অবশ্যই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা উচিত। তবে বিষয়টি শেষ পর্যন্ত বোর্ড, কোচ ও অধিনায়কের ওপর নির্ভর করে।’ 

তিনি জানান, বিদেশি লিগে খেললে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করা যায়। দায়িত্ব নেওয়ার শিক্ষা পাওয়া যায়। আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি শেখার জন্য খুব ভালো সুযোগ। তিনি আশা ব্যক্ত করেন যে, বাংলাদেশের ক্রিকেটাররা বেশি বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাবে।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল

এছাড়াও পড়ুন:

পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় আইনি নোটিশ দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে

পাকিস্তান সুপার লিগ (পিএসএল), না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)—সুযোগ পেলে কোন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন আপনি? প্রায় সবাই যে আইপিএলের কথাই বলবেন, সেটি তো অনুমিতই। দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার করবিন বশও শেষ মুহূর্তে বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল থেকে প্রস্তাব পেয়ে ফেরাতে পারেননি। পিএসএলের দল পেশোয়ার জালমি ছেড়ে যোগ দিয়েছেন আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানসে।

আর তা করেই আইনি জটিলতায় পড়ে গেলেন প্রোটিয়া এই ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে বশকে। এবারই প্রথম একই সময়ে হচ্ছে আইপিএল ও পিএসএল। ২২ মার্চ শুরু হয়ে আইপিএল শেষ হবে ২৫ মে। পিএসএল শুরু হবে ১১ এপ্রিল, শেষ হবে ১৮ মে।

পেশোয়ার জালমি করবিন বশকে দলে টানে জানুয়ারির ড্রাফটে। এরপর ৮ মার্চ মুম্বাই ইন্ডিয়ানস জানায়, তারা চোটে পড়া আরেক দক্ষিণ আফ্রিকান লিজাড উইলিয়ামসের বদলে করবিন বশকে দলে নিয়েছে।

পেশোয়ার জালমি দলে টেনেছিল করবিন বশকে

সম্পর্কিত নিবন্ধ

  • পিএসএলে খেলার ছাড়পত্র চান নাহিদরা
  • পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেয়ায় বশকে আইনি নোটিশ
  • নাহিদদের পিএসএলে যাওয়া উচিত, মনে করেন নাজমুল
  • পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় আইনি নোটিশ দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে