ঢাকার শান্তিনগরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৪ জন রিমান্ডে
Published: 17th, March 2025 GMT
রাজধানীর শান্তিনগর বাজারে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেপ্তার চার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রোববার রাতে ঢাকার শান্তিনগর বাজারে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন চার যুবক। তাঁরা হলেন মাহিদুর জামান মোহন, নুর আলম, আবদুল মোনায়েম ও আল মাহমুদ। এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার চার যুবকের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। তাঁদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার চারজন ছাড়া চাঁদাবাজির সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নওদাগা এলাকায় বাসের ধাক্কায় চৈতন্য পাল (৩৮) নামে একজন ভ্যানচালক নিহত হয়েছেন।
রবিবার (১৩ এপ্রিল) সকালে কালীগঞ্জ-জীবননগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চৈতন্য পাল কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের কার্তিক পালের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে উপজেলার ফাজিলপুর গ্রাম থেকে নিজের ভ্যানে কলা নিয়ে চৈতন্য পাল কোটচাঁদপুরে যাচ্ছিলেন। পথে এলাঙ্গী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। ভ্যান থেকে চালক চৈতন্যপাল ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে কোটচাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঢাকা/শাহরিয়ার/টিপু