জাতীয় দলের ব্যাটার লিটন দাস, তরুণ পেসার নাহিদ রানা ও লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন।
এর মধ্যে টি-২০ এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছাড়পত্র চেয়েছেন পেসার নাহিদ রানা।
এছাড়া লেগ স্পিনার রিশাদ ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ছাড়পত্র চাইবেন বলে জানিয়েছে বিসিবি। তাদের ছাড়পত্র দেওয়ার বিষয়টি বিসিবি ভাববে বলেও জানানো হয়েছে।
বিসিবির কর্মকর্তা বলেন, ‘আজ নাহিদ রানা ছাড়পত্র চেয়ে চিঠি দিয়েছে। কাল লিটন ও নাহিদ ছাড়পত্র চেয়ে চিঠি দিতে পারে। বিসিবির ক্রিকেট অপারেশন্স তাদের তাদের বিষয়টি ভেবে দেখবে।’
আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএল। জিম্বাবুয়ের বিপক্ষে ২০ এপ্রিল থেকে টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট দলের সদস্য হওয়ায় লিটন ও নাহিদকে পাকিস্তানের লিগে খেলার অনুমতি নাও দিতে পারে বিসিবি। তবে রিশাদ পেতে পারেন ছাড়পত্র।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় আইনি নোটিশ দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে
পাকিস্তান সুপার লিগ (পিএসএল), না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)—সুযোগ পেলে কোন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন আপনি? প্রায় সবাই যে আইপিএলের কথাই বলবেন, সেটি তো অনুমিতই। দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার করবিন বশও শেষ মুহূর্তে বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল থেকে প্রস্তাব পেয়ে ফেরাতে পারেননি। পিএসএলের দল পেশোয়ার জালমি ছেড়ে যোগ দিয়েছেন আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ানসে।
আর তা করেই আইনি জটিলতায় পড়ে গেলেন প্রোটিয়া এই ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে বশকে। এবারই প্রথম একই সময়ে হচ্ছে আইপিএল ও পিএসএল। ২২ মার্চ শুরু হয়ে আইপিএল শেষ হবে ২৫ মে। পিএসএল শুরু হবে ১১ এপ্রিল, শেষ হবে ১৮ মে।
পেশোয়ার জালমি করবিন বশকে দলে টানে জানুয়ারির ড্রাফটে। এরপর ৮ মার্চ মুম্বাই ইন্ডিয়ানস জানায়, তারা চোটে পড়া আরেক দক্ষিণ আফ্রিকান লিজাড উইলিয়ামসের বদলে করবিন বশকে দলে নিয়েছে।
পেশোয়ার জালমি দলে টেনেছিল করবিন বশকে