পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে কারফিউ জারি
Published: 17th, March 2025 GMT
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় কারফিউ জারি করা হয়েছে। আজ সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলাটিতে জনসাধারণের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে গতকাল রোববার কারফিউ জারির সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
কয়েক দিন ধরে উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উত্তেজনা চলছিল। কারফিউ জারির মাত্র তিন দিন আগে একটি তল্লাশিচৌকিতে সশস্ত্র হামলাকারীদের আক্রমণ নস্যাৎ করে দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। ওই ঘটনায় ১০ হামলাকারী নিহত হয়েছিল। এর আগে দক্ষিণ ওয়াজিরিস্তানের জানদোলা এলাকায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।
এর এক দিন পর দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছিল, ওই বিস্ফোরণে রাজনৈতিক দল জামিয়াত উলেমা ইসলাম–ফজলের (জেইউআই–এফ) জেলা আমিরসহ অন্তত চারজন আহত হন।
২০২৫ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র হামলা বৃদ্ধি পেতে দেখা গেছে। গবেষণাপ্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্য অনুযায়ী, ওই মাসে হামলার সংখ্যা আগের মাসের চেয়ে ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
পিআইসিএসএসের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে পাকিস্তানজুড়ে অন্তত ৭৪টি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ২০ জন বেসামরিক মানুষ ও ৩৬ জন সশস্ত্র হামলাকারী ছিলেন। এ ছাড়া ৫৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৫৪ বেসামরিক লোকজন ও ১০ জন সশস্ত্র হামলাকারী আহত হন।
জানুয়ারিতে পাকিস্তানে সবচেয়ে বেশি সংঘাতের ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। এরপরই রয়েছে বেলুচিস্তান। পিআইসিএসএসের পরিসংখ্যানে বলা হয়েছে, ওই মাসে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বিভিন্ন জেলায় ৪৬টি হামলার ঘটনা ঘটেছে। এতে ৬৫ জনের মৃত্যু হয়েছে। আর বেলুচিস্তানে অন্তত ২৪টি হামলার ঘটনা ঘটেছে। এতে ২৬ জনের প্রাণহানি হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বেসরকারি সংস্থায় ঢাকার বাইরে চাকরি, বেতন ৯০ হাজার
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে মেন্টাল হেলথ সাইকোসোশ্যাল সাপোর্ট (এমএইচপিএসএস) স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: মেন্টাল হেলথ সাইকোসোশ্যাল সাপোর্ট (এমএইচপিএসএস) স্পেশালিস্টপদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজি, সাইকিয়াট্রি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হিউম্যানিটারিয়ান সেটিংসে এমএইচপিএসএস প্রোগ্রামে সাইকোলজিস্ট হিসেবে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাইকোলজিক্যাল ফার্স্ট এইডে প্রশিক্ষণসহ বেসিক সাইকোসোশ্যালে দক্ষ হতে হবে। এক্সপ্রেসিভ/ক্রিয়েটিভ থেরাপির অভিজ্ঞতা থাকলে ভালো। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। চট্টগ্রামের স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস, বিশেষ করে আউটলুক, ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর। তবে অত্যধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন: ৯০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
আরও পড়ুনএক্সিম ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, লাগবে না অভিজ্ঞতা, বেতন ৫২ হাজার১৪ মার্চ ২০২৫আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটের এই লিংকে রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া [email protected] ঠিকানায় সিভি মেইল করেও আবেদন করা যাবে। এই লিংকে আবেদন করার ভিডিও টিউটরিয়াল দেখা যাবে। কারিগরি সহযোগিতায় ০১৭৫৫৫১৮৬৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ তারিখ: ২২ মার্চ ২০২৫।
আরও পড়ুনপরিসংখ্যান ব্যুরোতে আবারও বড় নিয়োগ, ২০ ক্যাটাগরিতে পদ ৪৭২১০ ঘণ্টা আগে