আর্জেন্টিনার দল থেকে ছিটকে গেলেন মেসি
Published: 17th, March 2025 GMT
বিশ্বকাপ বাছাইপর্বে ২২ মার্চ উরুগুয়ে ও ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ওই দুই ম্যাচের দলে ছিলেন বিশ্বকাপ জয়ী আলবিসেলেস্তে তারকা লিওনেল মেসি। কিন্তু ইনজুরিতে ওই দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।
লিওনেল মেসি কিছুদিন ধরে ইনজুরিতে ছিলেন। যে কারণে ইন্টার মায়ামি কোচ দুই ম্যাচে খেলাননি তাকে। তবে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে ফিরে দারুণ এক গোল করেন লিও। দলও জেতে ২-১ ব্যবধানে।
ওই ম্যাচেই নতুন করে অস্বস্তি বোধ করেন মেসি। যে কারণে দল থেকে নাম প্রত্যাহার করেছেন আটটি ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর জ ন ট ন ফ টবল ব র জ ল ফ টবল
এছাড়াও পড়ুন:
সজল-নুসরাতের ‘কন্যা’ গানে উৎসবের আবহ
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন থ্রি’ সিনেমা ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে সিনেমাটির ‘কন্যা’ শিরোনামের গান প্রকাশ করেছেন নির্মাতারা।
উৎসবের আবহে নির্মিত এ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
‘পথে পথে হাসি মেখে, ফুলেরা ঘ্রাণ ছড়াল/ উড়ে উড়ে কুহু সুরে, পাখিরা গান শোনাল’— এমন কথার গানের দৃশ্যায়নে ফুটে উঠেছে উৎসবের ছাপ। ভিডিওতে দেখা যায় ‘জ্বীন থ্রি’ সিনেমার দুই অভিনয়শিল্পী আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়াকে। দুজনের পোশাকেও রঙের ছড়াছড়ি। দুজনের নাচও প্রাণবন্ত।
আরো পড়ুন:
মধুমিতার বিয়ে
তেতাল্লিশে থেমে গেল অভিনেত্রীর জীবন
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, কন্যা এমন একটি গান, যা বাঙালির যেকোনো উৎসবে (যেমন: ঈদ, ফাল্গুন, বৈশাখ, গায়েহলুদ, বিয়ে বা যেকোনো পারিবারিক বা পাবলিক অনুষ্ঠান) সবাই গাইতে পারবেন, নাচতে পারবেন, বাজাতে পারবেন। ফলে আমরা মনে করি, এই গানের মালিক বাংলা ভাষাভাষীর সব মানুষ। এই গান আপনার, আমার সবার। এ কারণে গানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। চাইলেই যে কেউ সোশ্যাল মিডিয়ায় নিজেদের অ্যাকাউন্টে শেয়ার করতে পারবেন।
‘জ্বীন’ সিরিজের প্রথম সিনেমা মুক্তি পায় ২০২৩ সালের ঈদুল ফিতরে। নাদের চৌধুরী পরিচালিত সিনেমাটিতে পূজা চেরির বিপরীতে ছিলেন সজল। ‘জ্বীন টু’ সিনেমায় না থাকলেও সজল ফিরেছেন তৃতীয় কিস্তিতে। অন্যদিকে এবারই প্রথম ‘জ্বীন’ সিনেমায় যুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া। এই সিনেমা দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার ঘরে ফিরলেন তিনি।
হরর ঘরানার ‘জ্বীন থ্রি’ নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। ‘জ্বীন টু’ সিনেমার পরিচালকও ছিলেন তিনি।
আশাবাদ ব্যক্ত করে পরিচালক কামরুজ্জামান রোমান বলেন, “দর্শক পর্দায় যে ধরনের হরর গল্প দেখতে চান, তেমন গল্প নিয়েই তৈরি হয়েছে ‘জ্বীন থ্রি’। সিনেমা হলে দর্শকের জন্য অনেক চমক অপেক্ষা করছে। আশা করি, তারা নিরাশ হবেন না।”
ঢাকা/রাহাত/শান্ত