সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে খুব বাজেভাবে হেরেছে পাকিস্তান। এমনিতেই মন খারাপ থাকার কথা পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহর। এবার আরও একটা দুঃসংবাদ শুনতে হলো তাঁকে। আইসিসির আচরণবিধির লেভেল ২ লঙ্ঘনের দায়ে  তাঁর ম্যাচ ফির ৫০% জরিমানা করা হয়েছে।

আরও পড়ুননাহিদ–রিশাদদের পিএসএলে যাওয়া উচিত, মনে করেন নাজমুল৭ ঘণ্টা আগে

আচরণবিধির লঙ্ঘনের ঘটনাটি ঘটেছে গতকাল, ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে। পাকিস্তানের ইনিংসের ৮ম ওভারে খুশদিল বোলার জাকারি ফোকসের করা ওভারের তৃতীয় বলে মিড অনের দিকে ঠেলে দিয়ে দৌড়ানোর সময় অন্যদিকে ফিরে থাকা বোলার ফোকসের পিঠে নিজের কাঁধ দিয়ে ধাক্কা দেন।

জরিমানা গুণতে হলো খুশদিলকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খুশদিল শাহকে শাস্তি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ সোমবার (১৭ মার্চ, ২০২৫) পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহকে শাস্তি দিয়েছে। আচরণবিধির লেভেল-২ ভঙ্গ করায় তার ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সাথে তিনটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

খুশদিল আইসিসির আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড়, সহায়ক কর্মী, আম্পায়ার, ম্যাচ রেফারি বা দর্শকের সঙ্গে ‘অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ বা ধাক্কা খাওয়া’ সম্পর্কিত।

ঘটনাটি ঘটে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের ইনিংসের অষ্টম ওভারে। যখন খুশদিল শাহ নিউ জিল্যান্ডের বোলার জাকারি ফোল্কসের পেছনে জোরে ধাক্কা দেন। আইসিসির বিবৃতিতে একে ‘উচ্চ মাত্রার শারীরিক সংস্পর্শ’ হিসেবে উল্লেখ করা হয় এবং ঘটনাটিকে ‘উদাসীন, অবহেলামূলক ও এড়ানো সম্ভব ছিল’ বলে আখ্যা দেওয়া হয়।

আরো পড়ুন:

চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করে আর্থিক বিপর্যয়ে পাকিস্তান

‘দল যতক্ষণ জিততেছে নিজের ব্যাটিং নিয়ে আমি ওইভাবে চিন্তা করছি না’

খুশদিল নিজেই দোষ স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নিয়েছেন, যার ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তবে, তার ডিসিপ্লিনারি রেকর্ডে তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।

যদি কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান, তাহলে তা নিষেধাজ্ঞা পয়েন্টে রূপান্তরিত হয়। দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট পেলে উক্ত খেলোয়াড় এক টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • হ্যাটে ৮০৪ লেখায় পাকিস্তানি পেসারকে ১০ লাখ রুপি জরিমানা
  • হ্যাটে ৪০৮ লেখায় পাকিস্তানি পেসারকে ১০ লাখ রুপি জরিমানা
  • খুশদিল শাহকে শাস্তি