ইসলামের দোহাই দিয়ে মানুষকে ভুল ব্যাখ্যা দিবেন না : আজাদ
Published: 17th, March 2025 GMT
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, একটি বিশেষ দল ইসলামিক দল হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে উল্টাপাল্টা ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিব্রত করার চেষ্টা করছে।
কার জন্য কিন্তু সবাইকে সজাগ থাকতে হবে। ইসলামিক দল বিএনপিও কিন্তু একটি ইসলামিক দল। এদেশে সংবিধানের সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রাহিম কে সংবিধানে রচয়িতা করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
সুতরাং বিএনপি একটি ইসলামিক দল। আপনারা ভুল ব্যাখ্যা দিয়ে বলবেন বেহেস্তের চাবি নিয়ে যাচ্ছি। যদি আমাদেরকে ভোট দেন তাহলে আপনাদেরকে বেহেস্ত যাবেন। ইসলামের দোহাই দিয়ে মানুষকে এই ভূল ব্যাখ্যা দিবেন না।
সোমবার (১৭ মার্চ) বিকেলে আড়াইহাজার গোপালদী পৌরসভা বিএনপির দোয়া মাহফিল ও ইফতার পূর্বে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি বলেন, আজকের এই ইফতার মাহফিল থেকে আপনারা সবাই একটি শপথ করুন। আপনারা কেউ লুটতরাজ, চাঁদাবাজি ও অন্যায় অত্যাচার, জুলুম এবং মাদকের সঙ্গে জড়িত হবেন না।
আপনারা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের বীর তারেক রহমানের নির্দেশনা বিগত ১৭টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন।
আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। আপনারা যে পরিশ্রম ও কষ্ট করেছেন সেই পরিশ্রম ও কষ্টের বিনিময়ে ফসলতা আজকের এই ইফতার মাহফিল।
৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। সেখানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন কিন্তু আমাদের নেতা তরেক রহমান।
তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরা এখন নতুন একটি রাজনৈতিক দল করেছে আপনারা দেখেছেন। খুবই ভালো কথা আমরা এটাকে সাধুবাদ জানাই।
বাংলাদেশে অনেক গুলো দলই থাকবে। শুধু কি মাত্র ছাত্রদের আন্দোলনে মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে কথাটা কি ঠিক?
এ আন্দোলনে চলেছিল জননেতা তারেক রহমানের নেতৃত্বে। সে আন্দোলনের বিভিন্ন ফরমেট ও পাট ছিল । আর এইটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাস্ট একটি পাঠ ছিল।
এ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হইতে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এটা কিন্তু ১৭ বছরের আন্দোলন।
এই ১৭ বছরের আন্দোলনে আমাদের অনেক ভাইয়েরা কিন্তু প্রাণ হারিয়েছেন ও রক্ত দিয়েছেন। আর আপনারা দেখেন এ আন্দোলনের সবচেয়ে বেশি ক্ষতি কষ্ট ও প্রাণ হারিয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সুতরাং এই কৃতজ্ঞকে অন্যদিকে ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না। আপনাদেরকে অবশ্যই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বকে স্বীকার করতে হবে।
এসময়ে ইফতার আগ মুহূর্তে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি শাকিল মিয়া, সিনিয়র যুগ্ম আহŸায়ক আফজাল হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শিকারী, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উলাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, গোপালদী পৌর বিএনপির সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুশফিক রহমান মিলন, আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহŸায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহŸায়ক রাজিবুল ইসলাম রাকিব, সাদেকুর রহমান সাদেক, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব, আড়াইহাজার উপজেলা কৃষক দলের আহŸায়ক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন র ইসল ম ক দল ব এনপ র স ল ইসল ম র রহম ন আম দ র ইফত র আপন র
এছাড়াও পড়ুন:
তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর: প্রেস উইং
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ‘নিপীড়ন ও হত্যা’ এবং দেশে ‘ইসলামি সন্ত্রাসীদের হুমকির’ বিষয়ে যে মন্তব্য করেছেন তা বিভ্রান্তিকর বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে বা হয়, গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর।
বিবৃতিতে বলা হয়, গভীর উদ্বেগ সঙ্গে লক্ষ্য করছি যে, তুলসি গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ‘নিপীড়ন ও হত্যার’ অভিযোগ করেছেন। দেশে ‘ইসলামি সন্ত্রাসীদের হুমকির রয়েছে অভিযোগ করে বলেছেন, এই হুমকির শিকড় একটি ইসলামি খিলাফতের শাসন ও পরিচালনার আদর্শ ও উদ্দেশ্যের মধ্যে নিহিত। এই প্রতিক্রিয়াটি বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি এবং সুনামের জন্য ক্ষতিকারক।