হ্যাটে ৮০৪ লেখায় পাকিস্তানি পেসারকে ১০ লাখ রুপি জরিমানা
Published: 17th, March 2025 GMT
পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আমের জামালকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের প্রতি সমর্থন জানিয়ে ‘৮০৪’ লেখায় তাকে এই জরিমানা করা হয়েছে।
আমের অনুশীলনের সময় ব্যবহৃত হ্যাটে ‘৮০৪’ লিখেছিলেন। এটি পাকিস্তানের রাজনৈতিক দল পিটিআই-এর নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কয়েদি নম্বর। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান।
আমের অনুশীলন জার্সি পরিহিত অবস্থায় ওই হ্যাট পরেছিলেন। অনুশীলনটি আইসিসি স্বীকৃত কোন ম্যাচের আগের নয়। যে কারণে আইসিসির ধারায় তাকে সাজা দেওয়ার সুযোগ নেই। তবে পিসিবির আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে এই সাজা দেওয়া হয়েছে।
পিসিবির আচরণবিধির ২.
ওই ধারার মূল বার্তা হলো- কোন ক্রিকেটার সংবেদনশীল, সাম্প্রদায়িক, বর্ণবাদী, ধর্মীয় গোমাড়িপূর্ণ বা রাজনৈতিক বক্তব্য বা বার্তা দিতে পারবেন না। যে কারণে আমেরকে জরিমানা করা হয়েছে। এর আগেও তিনি কারফিউ এবং কিছু নিয়ম ভেঙে জরিমানার শিকার হয়েছিলেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইমর ন খ ন
এছাড়াও পড়ুন:
খুশদিল শাহকে শাস্তি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ সোমবার (১৭ মার্চ, ২০২৫) পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহকে শাস্তি দিয়েছে। আচরণবিধির লেভেল-২ ভঙ্গ করায় তার ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সাথে তিনটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
খুশদিল আইসিসির আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড়, সহায়ক কর্মী, আম্পায়ার, ম্যাচ রেফারি বা দর্শকের সঙ্গে ‘অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ বা ধাক্কা খাওয়া’ সম্পর্কিত।
ঘটনাটি ঘটে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের ইনিংসের অষ্টম ওভারে। যখন খুশদিল শাহ নিউ জিল্যান্ডের বোলার জাকারি ফোল্কসের পেছনে জোরে ধাক্কা দেন। আইসিসির বিবৃতিতে একে ‘উচ্চ মাত্রার শারীরিক সংস্পর্শ’ হিসেবে উল্লেখ করা হয় এবং ঘটনাটিকে ‘উদাসীন, অবহেলামূলক ও এড়ানো সম্ভব ছিল’ বলে আখ্যা দেওয়া হয়।
আরো পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করে আর্থিক বিপর্যয়ে পাকিস্তান
‘দল যতক্ষণ জিততেছে নিজের ব্যাটিং নিয়ে আমি ওইভাবে চিন্তা করছি না’
খুশদিল নিজেই দোষ স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নিয়েছেন, যার ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তবে, তার ডিসিপ্লিনারি রেকর্ডে তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
যদি কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান, তাহলে তা নিষেধাজ্ঞা পয়েন্টে রূপান্তরিত হয়। দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট পেলে উক্ত খেলোয়াড় এক টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন।
ঢাকা/আমিনুল