‘চোখটা ফালায় দিতে হইছে। ছেলেটার মনটা খুব খারাপ। আমার যে কেমন লাগে! তাও ছেলেরে সান্ত্বনা দিয়া বলি, বাবা, মন খারাপ কইরো না।’—হাসপাতালে ছেলের শয্যাপাশে বসে কথাগুলো বলছিলেন সাবিনা ইয়াসমিন। এর মাত্র দুই ঘণ্টা আগে ছেলে মো. সাকিব হাসানের (১২) ডান চোখে অস্ত্রোপচার হয়েছে। সে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রয়েছে।

গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ১৯ জুলাই সাকিবের ডান চোখে ছররা গুলি লাগে। চার মাস আগে ওই চোখের সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারায় সে। আট মাস চিকিৎসার পর আজ সোমবার ডান চোখে অস্ত্রোপচার করে প্রস্থেটিক আই (কৃত্রিম চোখ) স্থাপন করা হয়েছে।

বেলা একটায় হাসপাতালের ৪৩৫ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, সাকিব ঘুমাচ্ছে। মাঝেমধ্যে নড়াচড়া করছে। বিড়বিড় করে মাকে কিছু বলল, মা তখন একটা বালিশ এনে হাতের নিচে দিয়ে দিলেন।

যেভাবে গুলিবিদ্ধ হয় সাকিব

সাকিবের বাবা আবু তালেব রংমিস্ত্রির কাজ করতেন। চর্মরোগের কারণে অসুস্থতায় বর্তমানে নিয়মিত কোনো কাজ করেন না। শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় গ্রামের বাড়িতে সাকিবের ১১ বছর বয়সী ছোট ভাইকে নিয়ে থাকেন। সাকিবের মা সাবিনা গৃহকর্মীর কাজ করেন। তাঁর একার আয়ে চলে সংসার। সাকিবকে নিয়ে তিনি থাকেন রাজধানীর মিরপুরের মাটিকাটা এলাকায়।

গত বছরের জুলাইয়ে আন্দোলন শুরুর আগে স্বামী গ্রামে চলে যান জানিয়ে সাবিনা বলেন, তিনি দুই সন্তানকে নিয়ে মাটিকাটা এলাকার বাসায় থাকতেন। সাকিব স্থানীয় শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে আর ছোট ছেলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

ঘটনার দিনের কথা বলতে গিয়ে সাবিনা বলেন, তখন স্কুল বন্ধ। অন্য দিনের মতো তিনি কাজে বেরিয়ে যান। বেলা তিনটার দিকে ইসিবি চত্বরে বন্ধুদের সঙ্গে আন্দোলনে গেলে সাকিবের ডান চোখে গুলি লাগে।

হাসপাতালে ছেলের শয্যাপাশে মা সাবিনা ইয়াসমিন। আজ রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘মিশন মুন্সিগঞ্জ’

ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। গত ১৭ বছর ধরে প্রতি ঈদ অনুষ্ঠানমালায় চ্যানেল আই সিরিজটি প্রচার করে থাকে। এবারো তার ব্যতিক্রম নয়। 

ঈদ উপলক্ষে নির্মিত এই সিরিজের নতুন পর্বের নাম ‘মিশন মুন্সিগঞ্জ’। গত বছরের কোরবানি ঈদে প্রচারিত ‘হবিগঞ্জের হরবোলা’-এর মতো এবারো ছোটকাকু পরিচালনা করছেন অনিমেষ আইচ। তবে নির্মাতা সিরিজটির নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’।

দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খুনের সংবাদে বিচলিত হয়ে পড়েন ছোটকাকু। ঢাকায় খুন হন একজন উকিল, দ্বিতীয় খুন লালমনিরহাটে একজন চিকিৎসক, তৃতীয় খুনটা হয় ফেনীতে একজন রাজনীতিবিদ। অদ্ভুত ব্যাপার হলো, তিনজনই একসময় মুন্সিগঞ্জে ছিলেন। এসব খুনের রহস্য উদঘাটনে ছোটকাকু ছুটে যান মুন্সিগঞ্জে। কাহিনি জট পাকায়। সেই জট খোলার মিশনে নামেন ছোটকাকু। এভাবেই এগিয়েছে সিরিজটির গল্প।

আরো পড়ুন:

নিহার সঙ্গে তৌসিফের ‘অ্যারেঞ্জ ম্যারেজ’

গুজব নিয়ে নির্মিত নাটিকায় বিদেশিরা

ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। তিনি বলেন, “ছোটকাকুর সঙ্গে আমার একটা ভালোবাসার বিষয় আছে। আমি ঢাকা শহরে এসে প্রথমে শিশু-কিশোর সংগঠনের সঙ্গে যুক্ত হই। সেই যুক্ত হওয়ার কারণে আমি যে মানুষটি এসেছিলাম, তার চিন্তা ভাবনাগুলো বদলে যায়। সে হিসেবে আমার সর্বক্ষণ মনে হয়, এই যে শিশু-কিশোরদের জন্য কিছু করতে চাওয়া, এটা একেবারেই এখন নেই। তাই এটা করা।”

‘মিশন মুন্সিগঞ্জ’-এ আফজাল হোসেন ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, আশনা হাবিব ভাবনা প্রমুখ। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন থেকে অষ্টম দিন পর্যন্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে সিরিজটি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ