রূপগঞ্জে মোতাহার হোসেন নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার পূর্বাচল হেলপেট চত্বর ১৯নং সেক্টর এলাকায় ঘটে ঘটনা।

ভাঙ্গারি মালামাল বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় কামরুল ইসলাম এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার পূর্বাচল হেলপেট চত্বর ১৯নং সেক্টর এলাকায় এ ঘটনা ঘটে। মোতাহার হোসেন উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি রুপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।

মোতাহার হোসেন অভিযোগ করে জানান, কালনি এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে কামরুল ইসলাম বিগত আওয়ামী শাসন আমল থেকে এলাকায় প্রভাব বিস্তার খাটিয়ে বিভিন্ন চোরাইকৃত মালামাল বিক্রিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে।

সোমবার দুপুরে পূর্বাচল হেলপেট চত্বর ১৯নং সেক্টরে ভেতরে কামরুল ইসলাম চোরাইকৃত ভাঙ্গারি মালামাল বিক্রি করার সময় ঘটনাস্থলে গিয়ে নিষেধ করি। বিষয়টি নিয়ে দুজনের মাঝে তর্কবিতর্ক শুরু হয়।

তিনি জানান, একপর্যায়ে কামরুল লোহার রড দিয়ে হত্যা করার উদ্দেশ্যে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে বেধড়ক মারধর করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যবসার ৫০ হাজার টাকা নিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে অভিযুক্ত কামরুল ইসলাম বলেন, আমি কোনো হামলা করিনি। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা ঘটনাস্থলে এসে খোঁজখবর নিয়ে দেখুন।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ উপজ ল

এছাড়াও পড়ুন:

হারানো ৩৪ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

হারিয়ে যাওয়া ৩৪টি মোবাইল ফোন প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পল্টন থানা পুলিশ। থানার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেন মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবী। এ সময় উপস্থিত ছিলেন পল্টন মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুজ্জামান।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোবাইল হারিয়ে যাওয়ার পর মালিকরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরিপ্রেক্ষিতে থানার এএসআই ইকবাল হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ফোনগুলো উদ্ধার করেন। এর আগেও একাধিকবার হারানো মোবাইল উদ্ধারের পর তা প্রমালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ পর্যন্ত শতাধিক মোবাইল উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ।
 

সম্পর্কিত নিবন্ধ