ঈদের আগে নতুন ব্র্যান্ডের স্মার্টফোন
Published: 17th, March 2025 GMT
বাংলাদেশে নতুন স্মার্টফোন ব্র্যান্ড ইউমিডিজি বাংলাদেশের বাজারে উন্মোচন করল ‘জি-নাইন’ ফাইভজি মডেল। সময়োপযোগী প্রযুক্তি ও ডিজাইনের বৈচিত্র্য সংমিশ্রণে তৈরি মডেলটি দামে সাশ্রয়ী ও ভোক্তাবান্ধব।
গতিশীল পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও মানোন্নত ক্যামেরা প্রযুক্তি রয়েছে মডেলে। গ্রাহককে প্রতিদিনের স্মার্টফোন অভিজ্ঞতাকে সাশ্রয়ী, সহজ ও গতিশীল করবে। বাজেটবান্ধব ফিচারে ফাইভজি ঘরানার মডেলটি মধ্যবিত্তের সাধ ও সাধ্যকে পরিপূর্ণতা দেবে বলে নির্মাতারা জানান।
জানা গেছে, ফাইভজি সমর্থন করবে ‘জি-নাইন’ মডেল। ফাইভজি ঘরানার মডেলে আছে ১২ জিবি র্যাম (৬ জিবি ভার্চুয়াল র্যাম) ও ১২৮ জিবি স্টোরেজ অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণ, স্লিম ডিজাইন (৭.
ইউমিডিজির ব্যবস্থাপনা পরিচালক ঝোউ বলেন, স্মার্টফোন ডিজাইনে আমরা দাম ও ফিচারে বিশেষ গুরুত্ব দিয়েছি, যা মধ্যম বাজেটের গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরণ করবে। ঈদুল ফিতরের আগেই মডেলটি গ্রাহকের হাতে পৌঁছে দিতে পারায় অনেকের ঈদ উপহারের অংশ হতে পারবে।
ইউমিডিজি মূল লক্ষই হচ্ছে গ্রাহকদের জন্য বাজেটবান্ধব দামে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন সরবরাহ করা। ‘জি-নাইন ফাইভজি’ মডেলের মাধ্যমে আমরা সেই যাত্রা শুরু করলাম। এখন থেকে ‘জি-নাইন ফাইভজি’ স্মার্টফোনটি দেশের সব নিকটস্থ মোবাইল আউটলেটে পাওয়া যাচ্ছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ইভজ
এছাড়াও পড়ুন:
তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর: প্রেস উইং
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ‘নিপীড়ন ও হত্যা’ এবং দেশে ‘ইসলামি সন্ত্রাসীদের হুমকির’ বিষয়ে যে মন্তব্য করেছেন তা বিভ্রান্তিকর বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে বা হয়, গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর।
বিবৃতিতে বলা হয়, গভীর উদ্বেগ সঙ্গে লক্ষ্য করছি যে, তুলসি গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ‘নিপীড়ন ও হত্যার’ অভিযোগ করেছেন। দেশে ‘ইসলামি সন্ত্রাসীদের হুমকির রয়েছে অভিযোগ করে বলেছেন, এই হুমকির শিকড় একটি ইসলামি খিলাফতের শাসন ও পরিচালনার আদর্শ ও উদ্দেশ্যের মধ্যে নিহিত। এই প্রতিক্রিয়াটি বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি এবং সুনামের জন্য ক্ষতিকারক।